An'am: 115-117

10 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Nov 13, 2011, 12:01:59 PM11/13/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ১১৫-১১৭

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا ۚ لَّا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

১১৫. সত্য ও ন্যায়ের দিক দিয়ে তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। তাঁর কথা বদলে দেয়ার কেউ নেই। তিনি সবকিছু শুনেন এবং জানেন।

115. And the Word of your Lord has been fulfilled in truth and in justice. None can change His Words. And He is the All-Hearer, the All-Knower.

وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّـهِ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

১১৬. যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথামতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। তারা তো শুধু আন্দাজ-অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমান-ভিত্তিক কথাবার্তা বলে থাকে।১২০

116. And if you obey most of those on earth, they will mislead you far away from Allah's Path. They follow nothing but conjectures, and they do nothing but lie.

১২০. পৃথিবীর অধিকাংশ লোক নির্ভুল জ্ঞানের পরিবর্তে শুধুমাত্র আন্দাজ অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাদের বিশ্বাস, দর্শন, চিন্তাধারা, জীবন যাপনের মূলনীতি ও কর্ম-বিধান সবকিছুই ধারণা ও অনুমানের ভিত্তিতে গড়ে উঠেছে। অন্যদিকে আল্লাহর পথ অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবন যাপনের পথ মাত্র একটিই। সেটি হচ্ছে, আল্লাহ নিজে যে পথটি মানুষকে দেখিয়ে দিয়েছেন - অর্থাৎ ইসলাম।

মানুষ নিজের আন্দাজ-অনুমান ও ধারণা-কল্পনার ভিত্তিতে নিজের জন্য যে পথগুলো তৈরি করেছে - সেগুলো নয়। কাজেই পৃথিবীর বেশীর ভাগ লোক কোন পথে চলছে - চলে যাচ্ছে, কোনো সত্য সন্ধানীর জন্য এটা কোনো যাচাইয়ের বিষয় নয়। বরং আল্লাহ যে পথটি দেখিয়ে দিয়েছেন সে পথেই তার দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলা উচিত। এ পথে চলতে গিয়ে পৃথিবীতে অনেক তথাকথিত শুভাকাঙ্ক্ষীদের(!) বিরাগভাজন হতে হলেও, এমন কি যদি সে নিঃসঙ্গও হয়ে পড়ে তবুও তাকে একাকীই পথ চলতে হবে।

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ مَن يَضِلُّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ

১১৭. তাঁর পথ ছেড়ে কে বিপথগামী হয় সে ব্যাপারে তো তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন আর সৎপথে যারা আছে তাও তিনি সঠিকভাবেই অবহিত।

117. Verily, your Lord! It is He Who knows best who strays from His Way, and He knows best the rightly guided ones.

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages