An'am: 93-94

6 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Oct 9, 2011, 1:13:47 PM10/9/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ৯৩-৯৪

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّـهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِيَ إِلَيَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَيْءٌ وَمَن قَالَ سَأُنزِلُ مِثْلَ مَا أَنزَلَ اللَّـهُ ۗ وَلَوْ تَرَىٰ إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمُ ۖ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى اللَّـهِ غَيْرَ الْحَقِّ وَكُنتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ

৯৩. আর সে ব্যক্তির চেয়ে বড় যালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে: আমার কাছে ওহী এসেছে, অথচ তার ওপর কোনো ওহী নাযিল করা হয়নি এবং যে বলে: আমিও এমন জিনিস নাযিল করে দেখিয়ে দেবো যেমন আল্লাহ নাযিল করেছেন? হায়! তুমি যদি যালিমদেরকে সে অবস্থায় দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং ফেরেশতারা (তাদের দিকে) হাত বাড়িয়ে বলতে থাকবে: এবার তোমাদের প্রাণ বের করে দাও! তোমরা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে যেসব অন্যায় ও অসত্য কথা বলতে এবং তাঁর আয়াতের বিরুদ্ধে যে ঔদ্ধত্য প্রকাশ করতে তারই শাস্তি হিসেবে তোমাদেরকে আজ অবমাননাকর শাস্তি দেয়া হবে৯৩

93. And who can be more unjust than he who invents a lie against Allah, or says: "I have received inspiration," whereas he is not inspired in anything; and who says, "I will reveal the like of what Allah has revealed." And if you could but see when the Zalimun (polytheists and wrong-doers, etc.) are in the agonies of death, while the angels are stretching forth their hands (saying): "Deliver your souls! This day you shall be recompensed with the torment of degradation because of what you used to utter against Allah other than the truth. And you used to reject His Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) with disrespect!"

৯৩. এখানে মৃত্যুকালীন ও মৃত্যু-পরবর্তী কবরের আযাব সম্পর্কে বলা হয়েছে। প্রাসঙ্গিক আয়াত:

তুমি যদি দেখতে পেতে ফেরেশতারা যখন কাফিরদের মুখে ও পিঠে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করছে (এবং বলছে): তোমরা আগুনে পোড়ার যন্ত্রণা ভোগ করো!

And if you could see when the angels take away the souls of those who disbelieve (at death), they smite their faces and their backs, (saying): "Taste the punishment of the blazing Fire."

সূরা আল-আনফাল: ৫০

আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবো(কবরে এবং) তারপর আখিরাতে আরো বেশী বড় শাস্তির জন্য তাদেরকে ফিরিয়ে আনা হবে

We shall punish them twice, and thereafter they shall be brought back to a great (horrible) torment.

সূরা আত্‌-তাওবা: ১০১

ফিরাউনের লোকদেরকে যখন চরম শাস্তি এসে ঘিরে ফেললো (জাহান্নামের) আগুন! তাদেরকে সকাল-সন্ধ্যায় এর (আগুনের) সামনে উন্মুক্ত করা হয়আর কিয়ামত সংঘটিত হলে (নির্দেশ দেয়া হবে যে,) ফিরাউনের অনুসারীদের কঠোর শাস্তিতে নিক্ষেপ করো

While an evil torment encompassed Fir'aun's (Pharaoh) people. The Fire; they are exposed to it, morning and afternoon, and on the Day when the Hour will be established (it will be said to the angels): "Cause Fir'aun's (Pharaoh) people to enter the severest torment!"

সূরা আল-মুমিন: ৪৫-৪৬

# প্রাসঙ্গিক হাদীস

হযরত আনাস রা: থেকে বর্ণিত। নবী করীম সা: বলেছেন: বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার বন্ধু-বান্ধব সেখান থেকে ফিরে চলে যায়। সে তখনও তাদের জুতোর আওয়াজ শুনতে পায়। এমন সময় তার কাছে দুজন ফেরেশতা আসেন এবং তাকে বসিয়ে দেনমুহাম্মাদ সা:কে দেখিয়ে জিজ্ঞেস করেন: এ লোকটি সম্পর্কে তুমি (পৃথিবীতে) কি বলতে? সে তখন বলবে: আমি সাক্ষ্য দিচ্ছি, তিনি আল্লাহর বান্দাহ ও তাঁর রাসূল! তখন তাকে বলা হবে: জাহান্নামে তোমার স্থানটি দেখে নাও। সেটি পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতে একটি জায়গা প্রদান করেছেন। সে দুটিই একসাথে দেখতে পাবে। কিন্তু কাফির বা মুনাফিক লোক বলবে: অন্যান্য লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে: তুমি জানতেও না, বুঝতেও না। এরপর লোহার একটি হাতুড়ি (an iron hammer) দিয়ে তার দু কানে এমন জোরে আঘাত করা হবে যে, সে ভয়ানকভাবে চিৎকার করতে থাকবে। জিন ও মানুষ ছাড়া নিকটবর্তী সবাই তার সে চিৎকার শুনতে পাবে।

সহীহ আল-বুখারী, ১ম খণ্ড, কিতাবুল জানায়েয, হাদিস নং - ১২৫০

وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَىٰ كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ ۖ وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ ۚ لَقَد تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنكُم مَّا كُنتُمْ تَزْعُمُونَ

৯৪. (আল্লাহ বলবেন:) তোমরা তো ঠিক তেমনই নিঃসঙ্গ অবস্থায় আমার সামনে হাজির হয়েছো যেমন তোমাদেরকে আমি প্রথমে সৃষ্টি করেছিলামতোমাদেরকে যা কিছু (পৃথিবীতে) দিয়েছিলাম তা তো সব তোমরা পেছনে রেখে এসেছোএখন তো তোমাদের সাথে তোমাদের সেসব সুপারিশকারীদেরকে দেখছি না যাদেরকে তোমরা (তোমাদের জন্য সুপারিশের ব্যাপারে) আল্লাহর সাথে শরীক মনে করতে? (দেখো,) তোমাদের (ও তাদের) মধ্যকার সব সম্পর্ক আজ ছিন্ন হয়ে গেছে এবং তোমরা যেসব ধারণা করেছিলে তার সবই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে!৯৪

94. ‘And truly you have come unto Us alone (without wealth, companions or anything else) as We created you the first time. You have left behind you all that which We had bestowed on you. We see not with you your intercessors whom you claimed to be partners with Allah. Now all relations between you and them have been cut off, and all that you used to claim has vanished from you.’

৯৪. প্রাসঙ্গিক আয়াত

এবং যেদিন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না, এবং একে অপরের খোঁজ-খবরও নিবে না।

Then, when the Trumpet is blown, there will be no kinship among them that Day, nor will they ask of one another.

সূরা আল-মুমিনূন: ১০১

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages