Effects of Hajj (Part-2)

7 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Oct 6, 2011, 2:05:08 AM10/6/11
to bangla...@googlegroups.com

একজন মুসলিমের অন্তর ও জীবনে হজ্জ পালনের প্রভাব

দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি

Can’t read due to font problem? Please click here or visit http://www.aqpbd.com!

. ইহরাম পালন: ইহরাম পালনের সময় একজন হাজী সাহেব যখন সব নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকেন এবং তালবিয়া পাঠ ও আল্লাহর জিকিরে ব্যস্ত থাকেন তখন এটি একজন মুমিনের সার্বক্ষণিক জীবন চিত্র তুলে ধরে। এভাবেই তিনি তাঁর দৈনন্দিন জীবনে দীনের প্রশিক্ষণ ও শৃঙ্খলার অনুশীলন করার সুযোগ পান কারণ তখন তিনি এমন কিছু কাজকে পরিহার করে চলছেন যেগুলো স্বাভাবিক সময়ে অনুমোদিত, কিন্তু ঐ অবস্থায় মহান আল্লাহ তালা সেগুলো তাঁকে করতে নিষেধ করেছেন। তাই কিভাবে তিনি আর তাঁর ভবিষ্যৎ জীবনে আল্লাহর নির্ধারিত পবিত্র সীমা ও নিষেধগুলোকে লঙ্ঘন করতে পারেন?

. মসজিদুল হারামে প্রবেশ: তিনি যখন মসজিদুল হারামে প্রবেশ করে তাঁর সামনে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহকে স্বচক্ষে দেখতে পান তখন স্বতঃস্ফূর্তভাবেই তাঁর অন্তরে এক অনাবিল শান্তি ও নিরাপত্তা অনুভব করেন। আসলে এ স্থানটিকে মহান আল্লাহ পাকই সমগ্র মানবজাতির জন্য নিরাপদ করেছেন। এই পরিস্থিতিটি তাঁর হৃদয়ে পুনরুত্থান দিবসের সেই নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দেয় যা মানুষকে সত্যের পথে চেষ্টা-সাধনা করে অর্জন করতে হয়। পরকালের সেই নিরাপত্তা লাভের সবচেয়ে বড় উৎস হলো তাওহীদের অনুশীলন এবং শির্‌ক বর্জন। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন:

যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম (শির্‌ক) দিয়ে কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই এবং তারাই সৎপথপ্রাপ্ত।

It is those who believe (in the Oneness of Allah and worship none but Him Alone) and confuse not their belief with Zulm (wrong i.e. by worshipping others besides Allah), for them (only) there is security and they are the guided.

সূরা আল-আনআম: ৮২

. হজ্‌রে আসওয়াদ চুম্বন: যখন একজন হাজী সাহেব তাঁর হজ্জ পালনের কোনো এক পর্যায়ে একটি ধর্মীয় রীতি হিসেবে হজ্‌রে আসওয়াদকে চুম্বন করেন তখন তিনি আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতেরই অনুসরণ করেন। কিন্তু তিনি আবার বিশ্বাসের দিক থেকে আল্লাহ পাকের নির্দেশিত সীমাকে কখনো লঙ্ঘন করেন না। যেমন হযরত উমর রা: এই পবিত্র জান্নাতী পাথরটিকে চুমু দেয়ার সময় বলেছিলেন:

আল্লাহর শপথ! আমি জানি তুমি একটি পাথর ছাড়া আর কিছু না। তুমি কারো ক্ষতি করতে পারো না এবং উপকারও করতে পারো না। আমি রাসূলুল্লাহ সা:কে তোমায় চুমু দিতে না দেখলে আমিও তোমায় চুমু দিতাম না।

সহীহ আল-বুখারী, ২য় খণ্ড, কিতাবুল হজ্জ, হাদীস নং - ১৫০১

. তাওয়াফ করা: বাইতুল্লাহর তাওয়াফ করার সময় হাজী সাহেবদের স্মরণ হয় মানবজাতির পিতা হযরত ইবরাহীম আ:কে, তাঁদের মনে পড়ে যায় কিভাবে তিনি মহান আল্লাহর নির্দেশে এই কাবাকে সমগ্র মানব জাতির নিরাপত্তা স্থান হিসেবে ও হজ্জ পালনের উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। তারপর এখানে হজ্জ করতে এসেছেন হযরত মূসা আ: এবং তারপর হযরত ঈসা আ:ও। সবশেষে মহানবী হযরত মুহাম্মাদ সা:ও এই বাইতুল্লাহর হজ্জ পালন করতে মানবজাতিকে আহবান করে গেছেন। তাই সব নবী আ:দের পথ-নির্দেশের ধারা এবং সমগ্র মানব জাতির সর্বজনীন ঐক্য, বৈশ্বিক ভ্রাতৃত্ব বোধ এবং আলোর দিশা লাভের একমাত্র উৎস যে ঐ এক আল্লাহ তালা - একথাটিই হাজী সাহেবদের মনে পড়ে যায়।

১০. জমজমের পানি পান: যখন একজন হাজী সাহেব জমজমের পানি পান করেন তখন এটি মহান আল্লাহ পাকের সেই করুণা ও অনুগ্রহের কথা মনে করিয়ে দেয় যা তিনি আমাদের মাতা হযরত হাজেরা ও তাঁর ছেলে হযরত ইসমাঈল আ:এর উছিলায় সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত জারী রেখেছেন। এমন শুষ্ক কঠিন মরুভূমির বুকে এই সুপেয় পানির ধারা লক্ষ-কোটি মানুষ যুগের পর যুগ ধরে পান করে চলেছে কিন্তু আজ পর্যন্ত তার এতটুকুও পরিবর্তন হয়নি, হবেও না। এটি অত্যন্ত বরকতপূর্ণ পানি, মহান আল্লাহর পক্ষ থেকে এক জাজ্বল্যমান মুজিযা।

(চলবে...)

Reply all
Reply to author
Forward
0 new messages