An'am: 65-67

12 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Sep 19, 2011, 2:11:12 PM9/19/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ৬৫-৬৭

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

قُلْ هُوَ الْقَادِرُ عَلَىٰ أَن يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّن فَوْقِكُمْ أَوْ مِن تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُم بَأْسَ بَعْضٍ ۗ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ لَعَلَّهُمْ يَفْقَهُونَ

৬৫. বলো: তিনি তোমাদের ওপর থেকে বা পদতল থেকে শাস্তি পাঠাতে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে অথবা একদলকে অন্য দলের শক্তির স্বাদ গ্রহণ করিয়ে দিতে সক্ষম। দেখো, আমি কিভাবে বিভিন্ন পদ্ধতিতে নিদর্শনগুলোকে ব্যাখ্যা করি - যাতে তারা বুঝতে পারে৬৮

65. Say: "He has power to send torment on you from above or from under your feet, or to cover you with confusion in party strife, and make you to taste the violence of one another." See how variously We explain the Ayat (proofs, evidences, lessons, signs, revelations, etc.), so that they may understand.

৬৮. আল্লাহর শাস্তিকে নিজেদের থেকে অনেক দূরে মনে করে ইসলাম-বিরোধীরা অত্যন্ত দুঃসাহস দেখায়। তাই তাদের উদ্দেশ্যে এ সতর্কবাণীআল্লাহর আযাব আসতে একটুও সময় লাগে না। একটি ঘূর্ণিঝড় হঠাৎ সবকিছু বরবাদ করে দিতে পারে। ভূমিকম্পের একটি মাত্র ঝটকা সমগ্র জনপদকে ধূলিসাৎ করে দেয়ার জন্য যথেষ্ট। গোত্রীয় ও জাতীয় বিবাদ-বিসম্বাদ থেকে সৃষ্ট যুদ্ধ-বিগ্রহ এমন ভয়াবহ হতে পারে যাতে বছরের পর বছর ধরে রক্তপাত, বিশৃংখলা ও অশান্তি থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় না। কাজেই আযাব আসছে না বলে সত্যপন্থীদের অবহেলা করা, অত্যাচার করা এবং একেবারে নিশ্চিন্ত হয়ে ভুল-নির্ভুল, ভাল-মন্দ, সত্য-মিথ্যার মধ্যে কোনো পার্থক্য করা ছাড়াই অন্ধের মতো জীবন পথে এগিয়ে চলা অত্যন্ত ভয়ঙ্কর কাজ। আল্লাহ মানুষকে অবকাশ দিয়েছেন এবং তাদের সামনে এমন সব নিদর্শন তুলে ধরেছেন যার সাহায্যে সে সত্যকে চিনে সঠিক ও নির্ভুল পথ অবলম্বন করতে পারে। তাই আল্লাহর দেয়া এ অবকাশ কালকে অবশ্যই মানুষের সংশোধনের জন্য সুবর্ণ সুযোগ মনে করা উচিত।

وَكَذَّبَ بِهِ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ ۚ قُل لَّسْتُ عَلَيْكُم بِوَكِيلٍ

৬৬. কিন্তু তোমার জাতি তো এটিকে৬৯ মিথ্যা বলেছে - অথচ তা সত্য। বলো: আমি তোমাদের কার্যনির্বাহক নই।৭০

66. But your people (O Muhammad SAW) have denied it (the Quran) though it is the truth. Say: "I am not over you a manager."

৬৯. এখানে এটি বলতে আল্লাহর আযাব অথবা আল-কুরআনকেও বুঝানো হতে পারে।

৭০. অর্থাৎ যে দেখতে চায় না তাকে জোর করে দেখিয়ে দেয়া এবং যে বুঝতে চায় না তাকে জোর করে বুঝিয়ে দেয়া নবী সা:এর কাজ না। আর কেউ না দেখতে বা না বুঝতে চাইলে তার ওপর আযাব এনে দেয়াও তাঁর কাজ না। তাঁর কাজ হচ্ছে শুধুমাত্র সত্য ও মিথ্যাকে সুস্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরা। যারা তা মেনে নিতে প্রস্তুত না তাদের যে খারাপ পরিণতির ভয় তিনি দেখিয়েছেন তা যথা সময়ে তাদের সামনে এসে যাবে।

# প্রাসঙ্গিক আয়াত

বলো: সত্য তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত। অতএব, যার ইচ্ছা - বিশ্বাস করুক, আর যার ইচ্ছা - অমান্য করুক। আমি যালিমদের জন্যে আগুন তৈরি রেখেছি - যার দেয়াল তাদেরকে ঘেরাও করে রাখবে। তারা (পিপাসার্ত অবস্থায়) মুক্তি চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয় - যা তাদের মুখমন্ডলকে দগ্ধ করবে। তা কত নিকৃষ্ট পানীয় আর (জাহান্নাম) খুবই মন্দ আশ্রয়!

And say, "The truth is from your Lord, so whoever wills - let him believe; and whoever wills - let him disbelieve." Indeed, We have prepared for the wrongdoers a fire whose walls will surround them. And if they call for relief, they will be relieved with water like murky oil, which scalds [their] faces. Wretched is the drink, and evil is the resting place!

সূরা কাহফ: ২৯

لِّكُلِّ نَبَإٍ مُّسْتَقَرٌّ ۚ وَسَوْفَ تَعْلَمُونَ

৬৭. প্রত্যেকটি খবর প্রকাশিত হবার একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং শীঘ্রই তোমরা জানতে পারবে।৭১

67. For every news there is a fact, i.e. for everything there is an appointed term (and it is also said that for every deed there is a recompense) and you will come to know.

৭১. প্রাসঙ্গিক আয়াত

প্রত্যেকটি বিষয়ের একটি নির্ধারিত কাল লেখা রয়েছে।

(For) each and every matter there is a Decree (from Allah).

সূরা রা: ৩৮

এর (আল-কুরআনে বর্ণিত পুরস্কার ও শাস্তির) খবর তোমরা অবশ্যই জানবে, কিছু সময় পরে।

And you shall certainly know the truth of it after a while.

সূরা সাদ: ৮৮

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages