An'am: 99-101

6 views
Skip to first unread message

Al-Quran Protidin

unread,
Oct 13, 2011, 12:24:22 PM10/13/11
to bangla...@googlegroups.com

সূরা আ-আনআম

আয়াত: ৯৯-১০১

Can’t read due to font problem? Please click here or visit www.aqpbd.com!

আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তান থেকে; পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

وَهُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ مِن طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَجَنَّاتٍ مِّنْ أَعْنَابٍ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ ۗ انظُرُوا إِلَىٰ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَيَنْعِهِ ۚ إِنَّ فِي ذَٰلِكُمْ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

৯৯. তিনিই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। তারপর তা দিয়ে আমি সব ধরনের উদ্ভিদ উৎপাদন করি, এরপর তা থেকে সবুজ পাতা বের করি, পরে তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি। আর খেজুর গাছের মাথি থেকে বের করি ঝুলন্ত কাঁদির পর কাঁদি, যা বোঝার ভারে নুয়ে পড়ে। আর সাজিয়ে দেই আঙুর, জৈতুন (fig) ও ডালিমের বাগান। এরা একে অন্যের সাদৃশ্য, আবার পৃথক বৈশিষ্ট্যেরও অধিকারী। এদের ফল ধরা ও ফল পাকার অবস্থাটি একটু গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো। মুমিন লোকদের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।

99. It is He Who sends down water (rain) from the sky, and with it We bring forth vegetation of all kinds, and out of it We bring forth green stalks, from which We bring forth thick clustered grain. And out of the date-palm and its spathe come forth clusters of dates hanging low and near, and gardens of grapes, olives and pomegranates, each similar (in kind) yet different (in variety and taste). Look at their fruits when they begin to bear, and the ripeness thereof. Verily! In these things there are signs for people who believe.

وَجَعَلُوا لِلَّـهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ ۖ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يَصِفُونَ

১০০. এসব সত্ত্বেও লোকেরা জিনদেরকে আল্লাহর সাথে শরীক করে, অথচ তিনিই তো তাদেরকে (জিনদেরকে) সৃষ্টি করেছেন? আর তারা না জেনে-বুঝে তাঁর জন্য পুত্র ও কন্যা বানিয়ে ফেলে। তিনি তো পবিত্র - মহিমান্বিত! এরা যেসব কথা বলে তিনি তার অনেক ঊর্ধ্বে।১০১

100. Yet, they join the jinns as partners in worship with Allah, though He has created them (the jinns), and they attribute falsely without knowledge sons and daughters to Him. Be He Glorified and Exalted above (all) that they attribute to Him.

১০১. প্রাসঙ্গিক আয়াত

তারা বলে: আল্লাহ কাউকে পুত্র হিসেবে গ্রহণ করেছেন। তিনি অতি পবিত্র এসব কথা থেকে। আসলে পৃথিবী ও আকাশের সব জিনিসই তাঁর মালিকানাধীন, সবকিছুই তাঁর নির্দেশের অনুগত।

And they (Jews, Christians and pagans) say: Allâh has begotten a son (children or offspring). Glory be to Him (Exalted be He above all that they associate with Him). Nay, to Him belongs all that is in the heavens and on earth, and all surrender with obedience (in worship) to Him.

সূরা আল-বাকারাহ: ১১৬

# প্রাসঙ্গিক হাদীস

আব্দুল্লাহ ইবনে আব্বাস রা: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী সা: বলেছেন: মহান আল্লাহ বলেন: মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, অথচ তাদের জন্য এটা উচিত নয়। আর মানুষ আমাকে গালি দেয়, অথচ এটা তার জন্য উচিত নয়। তাদের আমাকে মিথ্যা প্রতিপন্ন করার অর্থ হলো, তারা বলে, আমি তাদেরকে (মৃত্যুর পরে) জীবিত করে আগের মত করতে সক্ষম নই। আর তাদের আমাকে গালি দেয়া হলো, তারা বলে যে, আমার পুত্র আছে। অথচ স্ত্রী বা সন্তান রাখার মত বিষয় থেকে আমি পবিত্র।

সহীহ আল-বুখারী, ৪র্থ খণ্ড, হাদীস নং - ৪১২৪

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ ۖ وَخَلَقَ كُلَّ شَيْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

১০১. তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক। তাঁর কোনো সন্তান থাকতে পারে কিভাবে, যখন তাঁর কোনো সঙ্গীই নেই? তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রতিটি বস্তু সম্বন্ধে তিনিই সবকিছু জানেন।

101. He is the Originator of the heavens and the earth. How can He have children when He has no wife? He created all things and He is the All-Knower of everything.

মহান আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন

--- দয়াময় আল্লাহ আমাদেরকে তাঁর পবিত্র বাণীর মর্মার্থ অনুধাবন ও তা মেনে চলার তৌফীক দিন। আমীন!

আগের আয়াতগুলো পড়তে ক্লিক করুন: আ ল - কু র আ ন   প্র তি দি ন

Please visit the own site of Al-Quran Protidin @ www.aqpbd.com

Reply all
Reply to author
Forward
0 new messages