Subject: BANGLA MOVIE SCREENING IN ATLANTA SUN 6 PM 8/26/12
Barkmer High School
405 Pleasant Hill Road, Lilburn, GA 30047
Date and Time: Sun, 26th August, 2012 at 6 PMআটলান্টায় মারুফ হোসেনের চলচ্চিত্র “...এবং কান্নার” প্রদর্শনী আগামী ২৬ আগস্ট রোববার
আটলান্টা, ২৩ আগস্ট (বিডিএনএন২৪):- আগামী ২৬ আগস্ট, রোববার আটলান্টার বারকমার হাই স্কুল মিললায়তনে সন্ধ্যে ছয়টায় জর্জিয়ার কৃতি অভিবাসী জনপ্রিয় আবৃত্তিকার ও সাংস্কৃতিক সংগঠক মারুফ হোসেনের বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র “...এবং কান্না”র জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন করেছে সুস্থ ধারার নির্মল ভুবন “বাংলাধারা”। মারুফ হোসেন আশির দশকের শুরু থেকেই আটলান্টায় অভিবাসী হয়ে বসবাস করে আসছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করে টেলিভিশন মিডিয়ায় সম্পৃক্ত হওয়াসহ সুস্থ চলচ্চিত্র নির্মাণে আত্মনিয়োগ করেছেন। মারুফ হোসেন আটলান্টায় থাকাকালীন সময়েও সুস্থ সংস্কৃতি-চর্চার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের নানা প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক আটলান্টায় নির্মিত একটি স্বল্প-দৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনীর রচয়িতা হিসেবে মারুফের সৃষ্টিধর্মী মেধাশৈলীর উপস্থাপনা এখনো অনেকের হৃদয়ে দাগ কাটে এবং তাঁর সুস্থ চলচ্চিত্র নির্মাণের প্রতি এক আত্মপ্রত্যয়ের কথাই জানিয়ে দেয়।
তাই বাংলাদেশে গিয়েও তাঁর সেই নিরন্তর প্রচেষ্টা থেমে থাকেনি এবং অবশেষে পোড় খাওয়া অভিজ্ঞতালব্ধ খ্যাতিমান ও শক্তিশালী গল্পকার-উপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের কাহিনী অবলম্বনে তিনি “...এবং কান্না” সফলভাবে নির্মাণ করতে সক্ষম হয়েছেন। ছবিটি প্রযোজনা করেছেন তাঁরই সহধর্মিণী সার্বক্ষণিক দেখভাল ও প্রেরণা যোগানোর সহযাত্রী তামান্না হোসেন। জানা যায়,মারুফ সেই “ৃএবং কান্না” ছবিটি নিয়েই বাংলাদেশ থেকে আটলান্টা এসেছেন এবং আগামী রোববার সন্ধ্যে ছয়টায় সেই ছবিটির এক ভিন্নধর্মী জাঁকজমক প্রদর্শনী আটলান্টার বাংলাদেশীগন উপভোগ করতে যাচ্ছেন ।
বাংলাধারা মারুফের নির্মিত এই চলচ্চিত্রটি সবাই মিলে উপভোগ করে এবং তাঁকে উৎসাহিত ও অভিনন্দিত করাসহ তাঁর এই নিবেদিতপ্রাণ কর্মের সফলতা কামনা করতে সকল জর্জিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছে। উল্লেখ্য, বাংলাধারা ছাড়াও মারুফের এই চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠানে সহযোগিতা করছেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ ফাউনডেসন অব জর্জিয়া, আটলান্টা কালচারাল সোসাইটিসহ তাঁর ঘনিষট বন্ধু ও শুভানুধ্যায়ীগন। আয়োজকগোষ্ঠী এই শুভ আয়োজনটির দর্শনী-বিনিময় নির্ধারণ করেছেন মাত্র দশ ডলার এবং প্রয়োজনীয় যোগাযোগের জন্যে মাহবুবুর রহমান ভুঁইয়া ৪০৪ ২০২ ৬৪৮৪,আখতার মজুমদার সোহরাব ৪০৪ ২৯০ ১২৮৩, রুমী কবির ৪০৪ ৫১২ ৮৬৬৬,নবুওত বি কে মজলিশ ৭৭০ ৮৮৫ ০২৫৭, সোহেল আহমেদ ৭৭০ ৩০৯ ৮৩১০,মাহফুজুল হক রিনটু ৬৭৮ ৯৮৩ ২৭৫০,তাহমিদুর রহমান ৬৭৮ ৫৩১ ০১৩১,মোহাম্মদ খান লোদী ৭৭০ ৯১২ ২৭৬৯, শামসুল আলম ৬৭৮ ৭০৭ ৯০১২ ও মুস্তাফিজুর রহমান মিলু ৪০৪ ৪১৪ ৫৬৯৭ এই টেলিফোনে কল করতে বলা হয়েছে। এছাড়া প্রবেশ পত্র পাওয়া যাবে থবেঙ্গল গ্রোসারী এন্ড হালাল মিট, বিস মিল্লাহ গ্রোসারী এন্ড হালাল মিট,বিলাল গ্রোসারী এন্ড হালাল মিট ও বাংলাদেশ গ্রোসারী এন্ড হালাল মিট স্টোরগুলিতে ।
Barkmer High School
405 Pleasant Hill Road, Lilburn, GA 30047
Date and Time: 26th August, 2012 at 6 PM
.