"দুনিয়াতে মুসাফিরের মত হয়ে যাও"

35 views
Skip to first unread message

Al-Hadith Protidin

unread,
Oct 7, 2016, 1:26:39 AM10/7/16
to Al-Hadith Group google

আসসালামু আলাইকুম।

ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন:
" দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও।"

ইবনু উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলতেন, "সন্ধ্যা বেলায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না। আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার জন্য সুস্থতাকে কাজে লাগাও, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থা থেকে (পাথেয়) সংগ্রহ করে নাও।"

-সহীহ বুখারী: ৬৪১৬

Reply all
Reply to author
Forward
0 new messages