কন্যা সন্তানের লালনপালন ও আল্লাহর প্রতিদান

18 views
Skip to first unread message

প্রতিদিন আল-হাদীস

unread,
Dec 22, 2016, 2:21:17 AM12/22/16
to Al-Hadith Group google
আসসালামু আলাইকুম।

উকবা ইবনে আমার (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ
"যার তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে এবং তাদেরকে যথাসাধ্য উত্তম পোশাকাদি দেয়, তারা তার জন্য দোযখ থেকে রক্ষাকারী প্রতিবন্ধক হবে"
(আবু দাউদ, ইবনে মাজাহ)।
-আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ সন্তানের প্রতি মমতা, হাদিস নম্বরঃ ৭৬

হাদিসের মানঃ সহিহ

♦♦♦♦

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
"যে মুসলমানের দুইটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে উত্তম সাহচর্য দান করে তারা তাকে বেহেশতে দাখিল করবে।"
(ইবনে মাজাহ, হাকিম)।
আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ সন্তানের প্রতি মমতা, হাদিস নম্বরঃ ৭৭

হাদিসের মানঃ হাসান

♦♦♦

জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাদেরকে আশ্রয় দিয়ে তাদের ব্যয়ভার বহন করে এবং তাদের সাথে দয়ার্দ্র ব্যবহার করে, তার জন্য বেহেশত অবধারিত হয়ে যায়। লোকজনের মধ্য থেকে একজন বললো, ইয়া রাসূলাল্লাহ! কারো যদি দুটি কন্যা সন্তান থাকে? তিনি বলেনঃ দুইটি কন্যা সন্তান হলেও।"
(আবু দাউদ, তাবারানী, বাযযার)।
আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ সন্তানের প্রতি মমতা, হাদিস নম্বরঃ ৭৮

হাদিসের মানঃ হাসান

♦♦♦

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনটি বোন আছে এবং সে তাদের সাথে মমতাপূর্ণ ব্যবহার করে, সে বেহেশতে প্রবেশ করবে"
(দারিমী, তিরমিযী, আবু দাউদ, হিব্বান)।
আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ সন্তানের প্রতি মমতা, হাদিস নম্বরঃ ৭৯

হাদিসের মানঃ হাসান

Reply all
Reply to author
Forward
0 new messages