আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আবদুর রহমান ইবনু সামুরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন,
"আবদুর রহমান! তুমি শাসন ক্ষমতা চাইবে না। কারণ যদি চাওয়ার মাধ্যমে তা পাও, তবে তার দায়িত্ব তোমার উপর ন্যস্ত হবে। আর যদি তুমি চাওয়া ছাড়া তা পেয়ে যাও, তবে এ ব্যাপারে তুমি (আল্লাহর তরফ থেকে) সাহায্যপ্রাপ্ত হবে।
-সহীহ মুসলিম (হাঃ একাডেমী), অধ্যায়ঃ ৩৪। প্রশাসন ও নেতৃত্ব, হাদিস নম্বরঃ ৪৬০৯
দ্রষ্টব্য হাদীস ৪২৮১ (ইসলামিক ফাউন্ডেশন, ৪৫৬৪, ইসলামিক সেন্টার, ৪৫৬৭)