আত্মীয়তার বন্ধন অটুট রাখা আবশ্যকীয়

16 views
Skip to first unread message

প্রতিদিন আল-হাদীস

unread,
Dec 24, 2016, 2:24:23 AM12/24/16
to Al-Hadith Group google
আসসালামু আলাইকুম।

আত্মীয়তার বন্ধন অটুট রাখা সম্পর্কে কিছু হাদীস জেনে নেয়া যাক।

আবু আইউব আনসারী (রাঃ) বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এক সফরে তার সাথে সাক্ষাত করে বললো, যা আমাকে বেহেশতের নিকটবর্তী এবং দোযখের দূরবর্তী করবে তা আমাকে অবহিত করুন। তিনি বলেনঃ তুমি আল্লাহর ইবাদত করো, তার সাথে কিছু শরীক করো না, নামায কায়েম করো, যাকাতা দাও এবং আত্মীয়তার বন্ধন অক্ষুন্ন রাখো। (বুখারী, মুসলিম, নাসাঈ)।

সূত্র: আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ আত্মীয়তার বন্ধন, হাদিস নম্বরঃ ৪৯

হাদিসের মানঃ সহিহ

♦♦♦♦♦

আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ মহামহিম আল্লাহ বলেন, আমার নাম রহমান, দয়াময়। আমি রেহেম (জরায়ু, আত্মীয় সম্পর্ক)-কে সৃষ্টি করেছি এবং আমার নাম থেকে তার নাম নির্গত করেছি। সুতরাং যে তাকে যুক্ত রাখবে আমিও তাকে আমার সাথে যুক্ত রাখবো এবং যে তাকে ছিন্ন করবে আমিও তাকে আমার থেকে ছিন্ন করবো (দারিমী, তিরমিযী, আবু দাউদ, হাকিম)।

সূত্র: আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ আত্মীয়তার বন্ধন, হাদিস নম্বরঃ ৫৩

হাদিসের মানঃ সহিহ

♦♦♦♦♦

কুলাইব ইবনে মানফায়া (রহঃ) বলেন, আমার দাদা বললেন, ইয়া রাসূলাল্লাহ! সদাচরণ প্রাপ্তির ব্যাপারে কে অগ্রগণ্য? তিনি বলেনঃ তোমার পিতা-মাতা, তোমার ভাইবোন এবং এতদসংশ্লিষ্ট তোমার গোলাম, এদের অধিকার পূর্ণ করা ওয়াজিব এবং আত্মীয়-সম্পর্ক অক্ষুন্ন রাখবে (মুসলিম, দারেমী, তিরমিযী)।

সূত্র: আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ আত্মীয়তার বন্ধন, হাদিস নম্বরঃ ৪৭
হাদিসের মানঃ যঈফ

♦♦♦♦♦

হে আল্লাহ! আমাদেরকে আত্মীয়তার বন্ধন অটুট রাখার তাওফীক দান করুন। আমিন।

Reply all
Reply to author
Forward
0 new messages