প্রতিবেশী ও আমরা

14 views
Skip to first unread message

প্রতিদিন আল-হাদীস

unread,
Dec 25, 2016, 6:31:12 AM12/25/16
to Al-Hadith Group google
আসসালামু আলাইকুম।

প্রতিবেশী আমাদের উপর অনেক বড় অধিকার পোষন করে থাকে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা) এর কিছু নির্দেশনা জানা যাক।

আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "জিবরাঈল (আবু দাউদ) আমাকে প্রতিবেশী সম্পর্কে এতো অধিক নসীহত করতে থাকেন যে, আমি মনে মনে ভাবলাম, তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিস বানাবেন"
(বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, হিব্বান)।
হাদিসের মানঃ সহিহ
সূত্র: বইঃ আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ প্রতিবেশীর সাথে সদাচার, হাদিস নম্বরঃ ১০০

♣♣♣♣

আবু শুরায়হ আল-খুযাঈ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
"যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর প্রতি দয়াপরবশ হয়।
যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে সে সেন তার মেহমানের সমাদর করে।
যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অন্যথায় নীরব থাকে।"
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, আহমাদ, তাহাবী)।
হাদিসের মানঃ সহিহ
সূত্র: আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ প্রতিবেশীর সাথে সাদাচার, হাদিস নম্বরঃ ১০১

♣♣♣♣♣

মিকদাদ ইবনুল আসওয়াদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে 'যিনা' সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা বলেন, "হারাম, আল্লাহ ও তাঁর রাসূল তা হারাম করেছেন।'
তিনি বলেনঃ "কোন ব্যক্তির দশটি নারীর সাথে যিনায় লিপ্ত হওয়া তার প্রতিবেশীর স্ত্রীর সাথে তার যিনা করার চেয়ে হালকা (পাপ)।"
পুনরায় তিনি তাদেরকে চুরি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বলেন, হারাম, মহামহিম আল্লাহ ও তাঁর রাসূল তা হারাম করেছেন।
তিনি বলেনঃ "কোন ব্যক্তির দশ পরিবারে চুরি করা তার প্রতিবেশীর ঘরে চুরি করার চেয়ে হালকা (অপরাধ)।" (আবু দাউদ)।
হাদিসের মানঃ সহিহ
সূত্র: আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ প্রতিবেশীর সাথে সাদাচার, হাদিস নম্বরঃ ১০২

♣♣♣♣

আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তার জন্য একটি ছাগল যবেহ করা হলে তিনি তার গোলামকে বলতে লাগলেন, "
তুমি কি আমাদের ইহুদী প্রতিবেশীকে তা দিয়েছো? তুমি কি আমাদের ইহুদী প্রতিবেশীকে তা দিয়েছো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ 'জিবরাঈল (আবু দাউদ) আমাকে প্রতিবেশী সম্পর্কে অবিরত নসীহত করতে থাকেন। আমি মনে মনে ভাবলাম যে, তিনি তাকে হয়তো ওয়ারিস বানাবেন।"
(আবু দাউদ, তিরমিযী)।
হাদিসের মানঃ সহিহ
সূত্র: আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ প্রতিবেশীর সাথে সাদাচার, হাদিস নম্বরঃ ১০৪

♣♣♣

Reply all
Reply to author
Forward
0 new messages