শিশুদের জন্য দো'আ করার সূন্নাহ

16 views
Skip to first unread message

Al-Hadith Protidin

unread,
Dec 6, 2016, 8:47:26 AM12/6/16
to Al-Hadith Group google

আসসালামু আলাইকুম।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহুমা-এর জন্য এই বলে (আল্লাহ্‌র) আশ্রয় প্রার্থনা করতেন-

أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

আমি তোমাদের দু’জনকে আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু (বদনযর) থেকে।

উ‘ইযুকুমা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁয়া হা-ম্মাহ্‌, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্‌

বুখারী ৪/১১৯, নং ৩৩৭১; ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীস থেকে।

সূত্র: হিসনুল মুসলিম

----------
بلغوا عني ولو اية
"আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও"-সহীহ বুখারী,হাদীসঃ৩৪৬১
হাদীসটি আপনি পড়ার পর অন্যকে জানিয়ে দিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
----------------
পূর্বের হাদীসগুলো পড়তে হলে :
http://groups.google.com/group/al-hadith_bangla
-----------------
ফেইসবুকে প্রতিদিন বাংলায় কূর'আন ও হাদীসের বাণী পেতেঃ
facebook.com/Daily.Al.Quran.Bangla
facebook.com/Daily.Al.Hadith

Reply all
Reply to author
Forward
0 new messages