আসসালামু আলাইকম।
*ঋণ মুক্তির জন্য দো‘আ*
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক
তিরমিযী ৫/৫৬০, নং ৩৫৬৩। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০।
সূত্র: হিসনুল মুসলিম
---------
بلغوا عني ولو اية
"আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও"-সহীহ বুখারী,হাদীসঃ৩৪৬১
আপনি জানার পর অন্যকে জানিয়ে দিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।
----------------
পূর্বের হাদীসগুলো পড়তে হলে :
http://groups.google.com/group/al-hadith_bangla
-----------------
ফেইসবুকে প্রতিদিন বাংলায় কূর'আন ও হাদীসের বাণী পেতেঃ
facebook.com/Daily.Al.Quran.Bangla
facebook.com/Daily.Al.Hadith