Near Akankha AA2D beside Greenfield Ambition, International bus terminus in Rajarhat- নিউটাউনে সরছে ধর্মতলা-বাবুঘাট বাসস্ট্যান্ড - নয়া বাসস্ট্যান্ড নিয়ে চুক্তি হবে হিডকোর সঙ্গে

54 views
Skip to first unread message

A vick, Pune

unread,
Jul 18, 2013, 11:43:53 PM7/18/13
to Akankha...@googlegroups.com

On Friday, 19 July 2013 09:10:40 UTC+5:30, A vick, Pune wrote:
http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5165&boxid=145148875

নয়া বাসস্ট্যান্ড নিয়ে চুক্তি হবে হিডকোর সঙ্গে

এই সময় : ধর্মতলা -বাবুঘাট চত্বর থেকে সরিয়ে নিউটাউনে নতুন দূরপাল্লার বাসস্ট্যান্ড গড়তে হিডকোর সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করছে রাজ্য পরিবহণ দন্তর৷ আগামী ২৭ জুলাই এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পরিবহণ মন্ত্রী মদন মিত্রর উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা৷ ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের এই বাস টার্মিনাস তৈরির জন্য কেএমডিএ -কে নকশা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে৷ কেএমডিএর তরফে একটি বিশেষজ্ঞ -দল বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাই যাচ্ছেন৷ এই সব শহরের অত্যাধুনিক বাস টার্মিনাসগুলি দেখে নকশার ‘ব্লু-প্রিন্ট ’ তৈরি হবে বলে পরিবহণ দন্তর সূত্রে খবর৷ রাজ্য সরকার কলকাতা ট্রাফিকের হাল ফেরাতে বাস টার্মিনাস শহরের বাইরে নিয়ে যেতে আগ্রহী৷ নিবেদিতা সেতু বা বিদ্যাসাগর সেতু দিয়ে সরাসরি দূরপাল্লার বাস চলে যাবে নিউটাউনের নয়া বাস স্ট্যান্ডে৷ এখান থেকে কলকাতা -ঢাকা বাস চালানোর টার্মিন্যালও করার প্রস্তাবও রয়েছে৷ রাজারহাট থানার কাছেই প্রস্তাবিত দূরপাল্লার বাস টার্মিনাসের জন্য সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানেই হিডকো এলাকায় তৈরি একটি ছোট বাস টার্মিনাসের উদ্ধোধন হওয়ার কথা৷ এই টার্মিনাস থেকে ওই দিনই তথ্য প্রযুক্তি শিল্প সংস্থার দাবি মেনে বাগবাজার ও বারাসত পর্যন্ত আটটি বাতানুকূল বাস চালানো হবে৷ পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগম এই বাস চালাবে৷ এখানেই জলবায়ু বিহারের কাছে হিডকো ভূতল পরিবহণ নিগমকে বাস ডিপো তৈরির জন্য প্রায় দু’একর জমি দিচ্ছে৷ রাজ্য পরিবহণ দন্তর আরও চাইছে কর্পোরেট সংস্থা যে বাতানুকূল বাসগুলি চালাবে , তা নিউটাউন টার্মিনাস থেকেই ছাড়ুক৷ ‘স্টিল ওয়ার্থ’ নামে একটি সংস্থা এ ব্যাপারে আগ্রহও দেখিয়েছে৷ এ জন্য তাদের দশটি পারমিটের সম্মতিপত্র রাজ্য পরিবহণ দন্তর ওই দিনই সংস্থার হাতে তুলে দেবে৷ ৷
 
Eearlier Reports:
 
http://principalsecretarysblog.blogspot.in/2013/07/designer-bus-terminal-in-new-town.html

"Today I had an initial discussion with Mr Alapan Bandyopadhyay, Principal Secretary, Transport Department about ways in which a state-of-the-art designer Bus Terminus in New town in jointly in collaboration between Hidco and Transport Department. The 10 acre land is located in Action Area-II, near Rajarhat Road, not far from DeRozio College. We had a fruitful discussion and agreed to take the project forward. A joint meeting will be held at Hidco next Friday followed by a site visit." - Debasish Sen.

(small correction - the location is AA-IID though it is mentioned here as AA-I. Se here for clarification...)
 

নিউটাউনে সরছে বাসস্ট্যান্ড

আদালতের নির্দেশে অবশেষে মুক্ত হচ্ছে ধর্মতলা চত্বর

এই সময় : ছ’মাসের মধ্যে ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরাতে বলেছিল হাইকোর্ট৷ সেই নির্দেশের প্রায় ছ’বছর পর অবশেষে এসপ্লানেড চত্বর খালি করতে চলেছে পরিবহণ দন্তর৷ সিদ্ধান্ত হয়েছে , নিউটাউনে তৈরি হবে দূরপাল্লার বাস টার্মিনাস , আর স্বল্প দূরত্বের বাসের জন্য স্ট্যান্ড তৈরি করা হবে দ্বিতীয় হুগলি সেতুর নিচের কলকাতা লাগোয়া অংশে৷ নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ানে এ জন্য দশ একর জমি দিচ্ছে ওই উপনগরীর নির্মাতা সংস্থা হিডকো৷ সংস্থার চেয়ারম্যান দেবাশিস সেন রবিবার বলেন , ‘আমরা আশা করছি পুজোর আগেই প্রকল্পের মূল কাজ শুরু করে দেওয়া যাবে৷ প্রকল্পের রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কেএমডিএ -কে৷’গত শুক্রবার এই নিয়ে হিডকো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ দূরপাল্লার বাস মালিক সংগঠনগুলির সঙ্গেও সরকার আলোচনা শুরু করেছে৷ ১২ তারিখের ওই বৈঠকে হিসেব করা হয় বাসপিছু কতজন কর্মী প্রয়োজন৷ সেই অনুপাতে নয়া টার্মিনাসে শৌচালয় , পানীয় জল ও বিশ্রামাগারের ব্যবস্থা হবে৷ কেমন হবে নিউটাউনের বাস টার্মিনাস ? হিডকো এবং পরিবহণ দন্তরের পরিকল্পনা অনুযায়ী , বিমানবন্দরের মতোই অত্যাধুনিক বাতানুকূল লাউঞ্জ থাকবে সেখানে৷ সেখানে বসেই যাত্রীরা জানতে পারবেন কোন বাস কোথায় কোন সময় রওনা দেবে৷ আসন সংরক্ষণের ব্যবস্থাও থাকবে৷ বাইরে থেকে অনেক রাতে আসা যাত্রীদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও থাকবে সেখানে৷ পাশাপাশি থাকবে ব্যাঙ্ক , পেট্রল পাম্প , মিনি হাসপাতাল , গেস্ট হাউস , রেস্তোরাঁ, হোটেল ও বিনোদনের নানা ব্যবস্থা -সহ বাণিজ্য কেন্দ্র৷ থাকবে ট্যাক্সি স্ট্যান্ডও৷ দূরপাল্লার বাস টার্মিনাসের পাশেই থাকবে শহরে আসার জন্য ‘ফিডার বাস সার্ভিসে ’র জন্য স্থানীয় বাসের একটি টার্মিনাসও৷ হিডকো এলাকায় ইতিমধ্যেই একটি বাসস্ট্যান্ড আছে৷ মূল শহরে আসার জন্য সেখান থেকেও বিভিন্ন রুটের বাস পাওয়া যাবে৷ হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের কথায় , ‘লাউঞ্জের লাগোয়া বাণিজ্য কেন্দ্রটিই টার্মিনাসটির নির্মাণ খরচ তোলার কাজে সাহায্য করবে৷ ’ প্রাথমিক ভাবে পিপিপি মডেলের কথা ভাবা হলেও এই ধরনের অনেক প্রকল্প মাঝপথে থমকে থাকায় পিছিয়ে আসে সরকার৷

পরিবহণ দন্তরের কর্তাদের মতে , শুধু আদালতের নির্দেশ নয় , এর সঙ্গে রয়েছে কলকাতাকে সাজানোর ভাবনাও৷ পরিবহণ সচিবের কথায় , ‘প্রকল্পটি রূপায়ণের জন্য একটা ওয়ারি্‌র্কং গ্রুপ তৈরি করা হয়েছে৷ সেখানে সিএসটিসি , সিটিসি , এসবিএসটিসি , এনবিএসটিসি ও ভূতল পরিবহণ নিগম ও পরিবহণ পরিকাঠামো উন্নয়ন নিগমের প্রতিনিধিরা রয়েছেন৷ ’এক সরকারি মুখপাত্র বলেন , ‘এসপ্ল্যানেড থেকে বাস ডিপো সরানোর সরকারি সিদ্ধান্তের কথা কিছুদিনের মধ্যেই কলকাতা হাইকোর্টকে জানিয়ে দেওয়া হবে৷ ’বাস ডিপো সরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টই৷ হাওড়ার গণতান্ত্রিক নাগরিক সমিতির পক্ষে সুভাষ দত্তের এক জনস্বার্থের মামলার পরিপ্রেক্ষিতে ২০০৭ -এর ২৮ সেপ্টেম্বর বিচারপতি ভাস্কর ভট্টাচার্য ছ’মাসের মধ্যে এই বাস ডিপো সরানোর নির্দেশ জারি করেছিলেন৷ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ শীর্ষ আদালত হাইকোর্টের রায় বহাল রাখলেও , কোনও সময়সীমা বেঁধে দেয়নি৷ তার আগে রাজ্য ধর্মতলাতেই বাসস্ট্যান্ডটি আধুনিকীকরণের উদ্যোগ নেয়৷ কিন্ত্ত সেনার আপত্তিতে তা থমকে যায়৷ ফোর্ট উইলিয়ামের কর্তাদের বক্তব্য ছিল , ধর্মতলার বাসস্ট্যান্ডের জমির দামের সমমূল্যের জমি নিউটাউনে দিতে হবে৷ সরকার তা মানেনি৷ সিদ্ধান্ত পরিবর্তন করে ঠিক করা হয়েছিল , শহরের তিন প্রান্তে তিনটি নতুন ডিপো খোলার হবে৷ এ জন্য ইএম বাইপাসের ধারে নোনাডাঙা এবং দ্বিতীয় হুগলির সেতুর নিচের একটি জমি চিহ্নিত করা হয়েছিল৷ আর তৃতীয় ডিপো হিসেবে উল্টোডাঙায় সিএসটিসির পরিত্যক্ত ডিপোটি ব্যবহার করার হবে বলে ঠিক করা হয়েছিল৷

এসপ্লানেডের দৈনন্দিন ব্যস্ততাসরকারের প্রস্তাব●দূরপাল্লার বাস গুমটি সরবে রাজারহাটের অ্যাকশন এরিয়া ওয়ানে৷ তার জন্য ১০ একর জমি দিয়েছে হিডকো৷ পরিবহণ দন্তরের সঙ্গে হিডকোর যৌথ উদ্যোগে সেখানে তৈরি করা হবে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক লাউঞ্জ৷ থাকবে গেস্টহাউস , হোটেল , রেস্তোরাঁর ব্যবস্থা৷ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এই জায়গাটিকে ●মূল প্রকল্পের কাজ শুরু হবে পুজোর আগেই●স্থানীয় বাসগুলির গুমটি সরানো হবে বেহালা , উল্টোডাঙা , সল্টলেক এবং দ্বিতীয় হুগলি সেতুর লাগোয়া কলকাতা অংশেগোটা এলাকার ব্যাসার্ধ এক বর্গ কিলোমিটারের চেয়েও কম➲ বাসের সংখ্যা : আনুমানিক ১৫০০➲ ড্রাইভার , কন্ডাক্টর , হেল্পারের সংখ্যা : প্রায় ৫ হাজার➲ টাইমকিপারের সংখ্যা : ১৭১➲ বাস গুমটির সংখ্যা : ৫৭➲ বুকিং ক্লার্কের সংখ্যা : ৪৯৩৷

International bus terminus in Rajarhat

Suman Chakraborti, TNN Jul 15, 2013, 01.31AM IST
 

KOLKATA: The transport department and Housing Infrastructure Development Corporation (Hidco) have come up with a plan to jointly set up a plush international bus terminus at Rajarhat New Town, the first of its kind in the state. A 10-acre plot off the Rajarhat main arterial road in Action Area-II has been identified for the purpose.

The plot has a location advantage since it is close to both the city airport and IT hub and central business district of Rajarhat.A committee comprising experts has been formed which will visit Chennai and Bengaluru to have a look at the bus terminus projects and give specifications of the models that will be followed in the state.

Though Hidco has been working to set up a few bus terminuses in the township, an international bus terminus has been lacking so far. Thne 10 acre plot that has been identified in Action Area II off the Rajarhat main arterial road has a location advantage of having proximity to the Kolkata Airport and to the IT hub and central business district of Rajarhat.

Hidco authorities have been keeping in touch with the transport department to discuss ways in which the state-of-the-art designer bus terminus could be set up in New Town. The plush terminus will boast of cafes and rest rooms and services for inter-city, inter-state and international bus routes will be operated from there.

that will have a modern and international look with cafes and rest rooms. The authorities are planning to set up the bus terminus that will operate inter-city, inter-state and international bus routes all together.

At present, there is only one international bus terminus in the state which is located at Salt Lake's Karunamoyee from where Kolkata to Dhaka bus services operate.

Last week, a meeting was held between transport department secretary Alapan Bandyopadhaya and Hidco chairman Debashis Sen, who is also the state urban development secretary, along with officials of CSTC, WBSTC and CTC to discuss the plan. Senior KMDA and Hidco officials were also present to discuss the project.

Hidco also wants to introduce an intelligent transport system (ITS) in Rajarhat New Town as a pilot scheme to develop it as a futuristic township.

There have been long standing demands from residents of the township that the transport system of the area is yet to be fully developed. The state transport department issued two new bus route permits for the township a few months ago in which Hidco will run 20 JNNURM buses in these two routes. For the buses to depart from and arrive in New Town on these two routes, two spots - one near Balaka Abasan in Action Area 1D and another behind Eco Space have been identified.


 

Reply all
Reply to author
Forward
0 new messages