রাজারহাটে বিদ্যুতের কেবল মাটির নীচ দিয়ে

32 views
Skip to first unread message

A vick, Pune

unread,
May 28, 2013, 4:36:02 AM5/28/13
to newtown-raja...@googlegroups.com, Akankha...@googlegroups.com

http://www.epaper.eisamay.com/Details.aspx?id=4034&boxid=151012625

রাজারহাটে বিদ্যুতের কেবল মাটির নীচ দিয়ে

এই সময় : জমি জটে বিদুতের খুঁটি না পুঁততে পেরে সাত বছর ধরে রাজারহাট নিউটাউনে থমকে বিদ্যুত্ সরবরাহ প্রকল্প৷

শেষে হিডকোর প্রস্তাব মেনে খুঁটির বদলে তিনগুণ বেশি টাকা খরচ করে মাটির নীচ দিয়ে বিদ্যুতের কেবল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থা৷ অ্যাকশন এরিয়া -১ এর ১৩২ কেভি সাব স্টেশনের সঙ্গে অ্যাকশন এরিয়া -২ তে নির্মীয়মাণ সাব স্টেশনের মধ্যে সাড়ে ছ’কিলোমিটার পথ ওভারহেড লাইনে জুড়তে চেয়েছিল রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থা৷ কিন্ত্ত খুঁটি পোঁতার জন্য এক ছটাক জমি না মেলায় থমকে যায় গোটা প্রকল্প, যা নিউটাউনের বিদ্যুতের ভবিষ্যত্কে প্রশ্নের মুখে ফেলে দেয়৷ শেষে বারবার চিঠি চালাচালির পর হিডকো মাটির নীচ দিয়ে কেবল্ নিয়ে যাওয়ার পথ খুঁজতে সম্মত হয়েছে৷ এতেও যে কাজে সমস্যা হবে না তা নিয়ে নিশ্চিত নয় রাজ্য বিদ্যুত্ বণ্টন নিগম৷ এ জন্য খরচ হবে ৫৫ কোটি টাকা৷ রাজ্য বিদ্যুত্ বণ্টন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার দে বলেন , ‘সব ঠিকঠাক চললে আগামী বছরের শেষ নাগাদ এই লাইন তৈরির কাজ হয়ে যাবে৷ ’ তিনি জানান , ওভারহেড লাইন নিতে প্রতি কিলোমিটারে খরচ হত ৭৫ থেকে ৮০ লক্ষ টাকা৷ মাটির তলা দিয়ে কেবল নিতে কমপক্ষে তিনগুণ খরচ হবে৷



Reply all
Reply to author
Forward
0 new messages