You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to adven...@googlegroups.com
পূর্ণিমা দেখার ,উপভোগ করার ও জোৎসনা স্নান করার বিশেষ কিছু কায়দা ও স্থান আছে।
ভ্রমণ খরচ: জন প্রতি ৩৫০০ টাকা রেজিস্টেশনের শেষ তারিখ: ১৬ সেপ্টম্বর রেজিস্টেশন ও বিস্তারিত: মোবাইল: ০১৭১৪৪৪৪৩৩০
পৃথিবীর জন্ম থেকেই পূর্ণিমা দেখা যেত। তবে আমরা সম্ভবত পূর্ণিমা দেখতে শিখেছি গৌতম বুদ্ধের হাত ধরে। কোন এক আষাঢ়ী পূর্ণিমায় মুগ্ধ হয়ে তিনি গৃহত্যাগী হন। তার বহুকাল পরে আবার আমাদের পূর্ণিমা দেখান রবি ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সবশেষে আমরা হাতে কলমে পূর্ণিমা দেখতে শিখেছি হুমায়ুন আহম্মেদের চোখ দিয়ে, তাঁরই মত করে। পূর্ণিমা দেখতে হয় পাহাড়ের উচুতে,জঙ্গলে গাছের ফাঁকে,মরু ভূমিতে, নদীতে , সমুদ্রে, হাওড়ে, বালুর চরে ইত্যাদি। আমরা জোৎস্না স্নান করতে যাব কৃষ্ণপুর ,সাতলি হাওড় ও বারা হাওড়ে।
ভ্রমণ পথ: ১৯ সেপ্টম্বর, বৃহস্পতি বার রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করব নেত্রকোনার মোহনগন্জের উদ্দেশ্যে ২০ সেপ্টম্বর, ভোরে মোহনগন্জে পৌছে ট্রলারে যাত্রা শুরু করব সাতলি হাওড় হয়ে কৃষ্ণপুর (এখানে জেলা পরিষদের বাংলোতে রাতে থাকাব, যদি কোন ভি আই পি ব্যক্তি ঐ সময় কৃষ্নপুর না যান) ২১সেপ্টম্বর, কৃষ্ণপুর থেকে শাল্লা হয়ে নাম না জানা হওড় ও বারা হাওড় হয়ে চামড়া বন্দর, কিশোরগন্জ। কিশোরগন্জ থেকে ঢাকা। ( ইনশাআল্লাহ ২১তারিখ শনিবার রাত ১১ টার মধ্যে ঢাকা পৌছাবো)
যানবাহন: ঢাকা থেকে মোহনগন্জ (ট্রেন হাওড় এক্সপ্রেস, ঢাকা কমলাপুর থেকে রাত ১১:৫০ মিনিটে অথবা এয়ারপোর্ট থেকে ১২:২০ মিনিটে) হাওড় ভ্রমণ করব ১০০ মণ লোড নিতে পারে এমন ট্রলারে চামড়া বন্দর থেকে ঢাকা নন এসি বাস। কি কি করব: *ট্রলারে হাওড় ভ্রমণ * হাওড়ের মাছ খাব * মাছ ধরব *পানির উপর তৈরি বাংলোতে থাকব *পানিতে গোসল করব *রাতে বসবে জোৎসনা স্নান আড্ডা।
কি কি সাথে নিবেন: • আপনার ব্যক্তিগত জিনিস পত্র(যত কম হয় তত ভাল) • নিয়োমতি সেবন করেন এমন ঔষধ • ক্যামেরা,ব্যাটারি,চার্জার, মাল্টি প্লাগ • ছাতা/রেইন কোট/পঞ্চ • টচ লাইট (হাওড়ে এক বার কারন্টে গেলে ১ সপ্তাহে নাও আসতে পারে) • লাইফ জ্যাকেট (যদি থাকে, না থাকলে আমারা আপনাকে দিব ব্যবহার করার জন্য) • ছিপ/বরশি