ধন্যবাদ, মুনতাসির ভাই,ভাই আপনার শুনা তথ্যের কোথাও ভুল আছে। তারপরও তথ্যের কিঞ্চিত যথার্থতাও যাচাই করার জন্য আমরা আজ ফরেষ্ট অফিসার খুলনা( যিনি সুন্দরবন প্রবেশ ও ভ্রমণের অনুমতি দেন) উনার সাথে এ ব্যাপারে কথা বলি। তিনি আমাদের জানান উনারা সুন্দরবন ভ্রমণের অনুমতি দিচ্ছেন এবং এ ব্যাপারে সরকারের পক্ষ হতে কোন বাঁধা নেই। আপনিও 041720665 নম্বরে ফোন করে ফরেষ্ট অফিসার, খুলনার সাথে কথা বলতে পারেন।
ভাই আমরা আামাদের ভ্রমণের তারিখ এমন ভাবে করার চেষ্টা করেছি যাতে ভ্রমণকারীদের কোন কষ্ট না হয় অথবা হরতাল সহ যাবতীয় সমস্যা তাদের ছুতেও না পারে।
আমরা সুন্দরবনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা দিব ১২ ডিসেম্বর বৃহস্পতিবার (আশা করি কোন দল আর যাই হোক অন্তত বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার হরতার/অবরোধের মত কর্ম সূচি দিবে না)
আবার আমরা ঢাকার জন্য রওয়ানা দিব ১৫ ডিসেম্বর রাতে( আর যাই হোক অন্তত ১৬ ডিসেম্বর মান বিজয় দিবসের দিনে হরতার/অবরোধের মত কর্ম সূচি দিবে না)
তাই চলুন পরিবার পরিজন নিয়ে দারুন এ ছুটিটা উপভোগ করি।