ল্যাংশিশারি সামিট করেন নি মুসা ও তার দল!

25 views
Skip to first unread message

Sadik Shadid

unread,
Oct 23, 2013, 12:47:49 PM10/23/13
to adven...@googlegroups.com
মুসা ইব্রাহীমের নিজের লেখা মেইলেই ওনার স্বীকারোক্তি পাবেন ওনারা ল্যাংশিশা-রি  সামিট করেন নি! ওনারা নাকি ২য় পিক সামিট করেছেন,ওনার কথা মত ২য় পিক যদি থেকেই থাকে, আর ওনারা সামিটও  করে থাকেন, তবে নিশ্চতভাবেই বলা যায় ওনারা ল্যাংশিশা-রি সামিট করেন নি !! কেননা '২য় পিক' সামিট করে 'পিক সামিট' দাবী করা যায় না! অন্নপূর্ণা ২,৩,৪ এসব সামিট করে যেমন অন্নপূর্ণা সামিটের দাবী করা যায় না। 
 
 
 
মজার ব্যাপার ল্যাংশিশারি ২য় পিক নামে কোন পিক আছে, এমন কথা কোন বই পত্র, ম্যাপ, জিওগ্রাফিক্যাল বা মাউন্টেনিয়ারিং জার্নাল বা পাবলিকেসন্স কোথাও নেই ! হয়ত মুসা নিজেই সেটার আবিষ্কারক । সেক্ষেত্রে অবশ্যই সেটা অনেক গর্বের বিষয় আমাদের দেশের সব বাংগালীর জন্য । কিন্তু মুসা কি প্রকাশ করবেন সেই পিকের কো-অর্ডিনেট কত ? প্রক্সিমিতি কত ? এছাড়া আমরা সেই পিক সম্পর্কে জানব কি করে ? 
 
Reply all
Reply to author
Forward
0 new messages