একটি মানবিক আবেদনঃ রিস্যাং কে বাচাতে এগিয়ে আসুন

24 views
Skip to first unread message

Mufti Uzair

unread,
Apr 23, 2013, 7:50:59 AM4/23/13
to adven...@googlegroups.com
খাগড়াছড়ি জেলা শহরের খুব কাছে, পাহাড়ের কোলে নিরবে নিভৃতিতে বয়ে চলা একটি ঝর্ণা রিস্যাং । ঐ দূর পাহারের ধারে দিগন্তের কাছে নিঃস্বঙ্গ বসে ......রিস্যাং ।

প্রকৃতি প্রেমিকদের দূর্বার অন্বেশ্বনে বাংলাদেশের আরও অনেক ঝর্ণার পাশাপাশি অবগুন্ঠন উন্মোচিত হয় পর্যটক আর ভ্রমনপ্রিয়দের কাছে রিস্যাং ঝর্ণার । কিন্তু এর সহজগম্যতা আর উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে হাজা হাজার টুরিস্ট আসতে থাকে এতে। যাদের বেশীর ভাগেরই থাকে প্রকৃতি ভোগ করা আর নষ্ট করে ফেলে চলে যাওয়ার প্রবনতা। ঝর্ণার প্রতি গভীর মমতা, প্রকৃতিক প্রতি নিরন্তন ভালবাসা যাদের হৃদয়ে নেই বললেই চলে ।

তাদের এই "ভোগ করা আর নস্ট করা " প্রবণতার ফলশ্রতিতে প্লাস্টিকের বোতল, পলিতিনের জঞ্জাল দিয়ে বিদ্ধস্ত, লাণ্ছিত, অপদস্থ হচ্ছে প্রতিনিয়ত বছরের পর বছর ধরে ।

আসুন এই রিস্যাং কে বাঁচাতে আমরা এগিয়ে আসি । প্রকৃতিকে কে থাকতে দিন একান্তই তার মত । প্রকৃতিকে ভালবেসে ঘুরতে যান দেখতে যান ভাল কথা কিন্তু একে রক্ষা করুন নষ্ট হওয়ার হাত থেকে । চেষ্টা করুন একে দূষন মুক্ত রাখতে , সম্ভব হলে প্রতি ট্রিপেই রিসাইকেল যোগ্য কিছু দ্রব্য নিয়ে আসুন সাথে করে, কিছু আবর্জনা পূতে ফেলুন মাটিতে । কিছুটা ঝঞ্জাল মুক্ত হোক প্রকৃতি আপনার দ্বারা, অল্প একটু হলেও ।

এর খুব কাছেই আছে আরেকটি মনমাতান ঝর্ণা । রিসাং ২ । একে এখন অনেকেই অপু ঝর্ণা নামে চিনে থাকে । নাম যাই হোক বাচাতে হবে একেও।

আসুন সবাই মিলে গণ সচেতনতা তৈরী করি, সম্ভব হলে একদিনের জন্য গিয়ে হলেও কিছুটা জন্জাল সাফ করার কাজ করি ।

http://www.somewhereinblog.net/blog/uzair/29821639

Reply all
Reply to author
Forward
0 new messages