পরম করূণাময় ও
অসীম দয়ালু আল্লাহর নামে শুরু।
সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক
আল্লাহতায়ালার।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিত’রের দিন (সালাত আদায়ের উদ্দেশ্যে) কখনো খেজুর না খেয়ে রওনা দিতেন না। আনাস (র) আরো বর্ণনা করেন যে, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেয়ে থাকতেন।’’
বুখারী, ২য় খন্ড, অধ্যায় ১৫, হাদীস ৭৩
Narrated By Anas bin Malik : Allah's Apostle never proceeded (for the prayer) on the Day of 'Id-ul-Fitr unless he had eaten some dates. Anas also narrated: The Prophet used to eat odd number of dates.
Bukhari, Vol 02, Book 15, Hadith Number 73.