মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য

0 views
Skip to first unread message

Al-Hadith Protidin

unread,
Jul 27, 2011, 11:05:06 PM7/27/11
to al-hadit...@googlegroups.com, Al-Hadith...@yahoogroups.com, al_hadit...@yahoo.com
পরম করূণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু।
সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহতায়ালার।

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য। দু'জন মানুষের মাঝে ইনসাফ দেয়া হচ্ছে সাদকাহ্, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্, ভাল কথা হচ্ছে সাদকাহ্, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্।"
[বুখারী ও  মুসলিম]

অনুগ্রহ করে হাদিসটি অন্যদের জানার সুযোগ করে দিন।

অন্যান্য হাদীস গুলো পড়তে হলে ক্লিক করুনঃ
http://groups.google.com/group/al-hadith_bangla/topics

ফেইসবুকে জুড়ে নিনঃ
http://www.facebook.com/al.hadith.bangla

Sadaqah.jpg

Sadaqah.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages