হযরত ইবনে উমার (রা) হ’তে বর্ণিত;
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
“তোমরা (রামাদানের) চাঁদ দেখলে রোযা শুরু করঃ এবং (সাওয়াল মাসের) চাঁদ দেখে রোযা বন্ধ ক’র; এবং যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে (যদি তা দেখা না যায়) তবে রামাদান (ত্রিশ দিন) ধরে নাও”
-বুখারী, ৩য় খন্ড, ৩১ অধ্যায়, হাদীস ১২৪