563Cr 500Bed New Govt Cancer Hospital at Newtown- Center to fund 90%, Target - 2.5 years

9 views
Skip to first unread message

A vick, Pune

unread,
Feb 1, 2012, 6:52:20 AM2/1/12
to newtown-raja...@googlegroups.com

Earlier Reports: 

TOI: Cancer institute campus at Rajarhat


বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি, স্টার আনন্দ
Wednesday, 01 February 2012 15:45

রাজারহাটে দ্রুত শুরু হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের (সিএনআই) দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে শিলান্যাসের দিন ঠিক করা হবে. বুধবার নয়াদিল্লিতে এ কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়. নতুন ক্যাম্পাসটি তৈরি হলে বছরে অন্তত ৫০ হাজার মানুষ উপকৃত হবেন বলে তাঁর আশা.

পাঁচের দশকে তৈরি চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ. শুধু বহির্বিভাগেই প্রতি বছর ৫০ হাজার মানুষ চিকিত্সা করাতে আসেন. কিন্তু চাপ এতটাই বেশি, যে নাম লেখাবার দু’-তিন মাস পরে ডাক আসে. এই অবস্থা বদলাতে আরও একটি ক্যান্সার হাসপাতাল গড়ার দাবি উঠছিল বহুদিন আগেই. রাজারহাটে এর জন্য দশ একর জমি দেখা হলেও কাজ সে ভাবে এগোয়নি. ক্ষমতায় এসেই ওই জমিতে দ্রুত আর একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তুলতে উদ্যোগী হয় নতুন সরকার. এদিন দিল্লিতে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের অধিকর্তা ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী. তার পর তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিলেন. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে. আড়াই বছরের মধ্যে রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলা হবে.

  • হাসপাতাল ও গবেষণা কেন্দ্র নির্মাণে খরচ হবে ৫৬৩ কোটি টাকা.
  • কেন্দ্র ৯০ শতাংশ ও রাজ্য ১০ শতাংশ টাকা দেবে.
  • দু’টি পর্যায়ে মোট ৫০০ শয্যার ব্যবস্থা করা হবে.
  • অত্যাধুনিক পদ্ধতিতে চিকিত্সার পাশাপাশি চলবে গবেষণার কাজও.

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, রাজারহাটের ক্যানসার হাসপাতালের জমি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে. ওটাই হবে দেশের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এটিই হবে সব থেকে বড় ক্যানসার হাসপাতাল. সেখানে হবে ক্যানসার গবেষণা কেন্দ্রও. হাসপাতালের জমিতে দেওয়ালও উঠে গিয়েছে. এর জন্য একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ২৫ কোটি দেওয়া হয়েছিল. এটা খুব বড় উদ্যোগ. আড়াই বছরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা হবে. 

Cancer institute campus at Rajarhat

Sumati Yengkhom, TNN Jan 21, 2012, 03.17AM IST

    KOLKATA: A second campus of the Chittaranjan National Cancer Institute (CNCI) is set to come up in Rajarhat. Touted to be a world-class hospital for treating cancer patients and research, this campus will be set up on a 10-acre plot on the northern fringes of the city.

    The 500-bed hospital will be built in two phases and will have treatment facilities for all types of cancer. It will be set up at a cost of about Rs 580 crore. The land has already been acquired and the final building plan is ready.

    "In the first phase, there will be 300 beds and the rest will be added in the second phase. The hospital will have state-of-the-art facilities, including nuclear medicine, a facility available only in Tata Memorial Hospital, Mumbai and AIIMS," said CNCI director Dr Jaydip Biswas.

    The present CNCI campus at Hazra has 208 beds including eight ITU beds. The patient load on the hospital has increased manifold since it began its journey in 1950, but there has not been much expansion due to space constraint. The first proposal for expansion came in 2005. It was planned that there would be a second campus at Tollygunge. But the plan did not materialize as land available at the locality was not sufficient. The Rajarhat project was taken up following a proposal in 2008.

    Approximately Rs 340 crore is expected to be spent in the first phase of the project. It will include expenditure on construction, installation of equipment and other infrastructure. Another Rs 240 crore is expected to be spent in the second phase. CNCI officials will have a round of meetings with health ministry officials in a couple of weeks to give final touches to the project. Funds are likely to be released in the next financial year.

    Chittaranjan National Cancer Institute is an autonomous body under the Government of India. It is the only government hospital in the state that is dedicated to treating only cancer patients. Now, patients who need nuclear medicine have to go to Tata Memorial Hospital in Mumbai. Apart from nuclear medicine, the new campus will also have a full-fledged wing for paediatric oncology.

    "The new campus will offer the best facilities for cancer patients in the eastern and north eastern India. Given the increasing number of cancer patients, we needed such a facility since long. If everything goes smoothly, this new campus should become operational in two years," said Biswas.

    A vick, Pune

    unread,
    Feb 1, 2012, 9:16:01 PM2/1/12
    to newtown-raja...@googlegroups.com

    The Telegraph Report: Rajarhat hub for cancer care


    - Second campus to house 500 beds
    OUR BUREAU

    A government plan to build a 500-bed cancer hospital in Rajarhat, close to the Tata Medical Centre, might turn Calcutta into a cancer treatment hub for the east.

    Government sources said on Wednesday the Union health ministry and the Bengal government had planned to jointly set up a campus of the Chittaranjan National Cancer Institute (CNCI) in New Town, where the 167-bed Tata cancer facility is located.

    The decision to open a second campus of the institute was conveyed to its director Jaydip Biswas at a meeting in Delhi on Wednesday with the Union minister of state for health, Sudip Bandopadhyay, and senior officials.

    “The new facility will have a 24-hour emergency department, something that is lacking on our Hazra premises. Like Mumbai’s Tata Memorial Hospital and AIIMS in Delhi, the Rajarhat campus will have facilities to treat patients with nuclear medicine,” Biswas told Metro from Delhi.

    “Treatment with nuclear medicine is expensive. The Centre’s efforts are laudable because it promises cheaper treatment,” oncologist Gautam Mukhopadhyay said.

    Apart from a main building with all subspecialities of oncology, the Rajarhat campus will house a nursing college, a centre for rehab medicine, quarters for doctors and nurses and shelters for patients’ relatives.

    Sources said the hospital would come up at a cost of around Rs 563 crore.

    The Centre will provide 90 per cent of the infrastructure capital and 80 per cent of the recurring and maintenance costs.

    Health officials in Delhi, requesting not to be named, said the plan was yet to be approved by the expenditure finance committee of the finance ministry.

    But minister Bandopadhyay said in Delhi the Centre had already released Rs 55 crore for the project and half the amount had been spent on registration of the 10 acres earmarked for the hospital in Action Area I and erecting a boundary wall.

    “The first phase, comprising 300 beds, should be completed in two-and-a-half years (from now) and the remaining 200 should be ready by 2017,” the minister said.

    Biswas said chief minister Mamata Banerjee and the junior health minister were both keen to ensure that the hospital came up at the earliest.

    “The 10-acre plot has been with us since 2008. The soil testing is over and the building plans have been approved by the health ministry,” Biswas added.

    CNCI was first given 1.47 acres in Tollygunge for its second campus in 2005 but construction did not start. This land was returned when the hospital was sanctioned 10 acres in Rajarhat for the same purpose.

    The CNCI hospital in Hazra, the land for which was donated by Deshbandhu Chittaranjan Das, has 208 beds.

    The Tata hospital, in Action Area II and around a kilometre from the CNCI plot, is expected to be part of a national cancer grid, an idea mooted by oncologists at the Tata Memorial Hospital in Mumbai to provide a network for seamless exchange of information and data and for research collaboration.

    Senior oncologists said there was nothing unusual about two cancer hospitals in the same city.

    “The need is really big — India has a shortage of cancer management facilities,” said Rajendra Badwe, a senior oncologist and director of the Tata Memorial Hospital, Mumbai.

    “About 20 per cent of our patients in Mumbai are from Bengal or the Northeast.”

    The Tata Memorial Hospital gets about 50,000 new patients each year.

    The Union health ministry estimates that about 700,000 new patients are diagnosed with cancer every year in India, about 80,000 of them are from Bengal alone.

    A vick, Pune

    unread,
    Feb 1, 2012, 9:27:24 PM2/1/12
    to newtown-raja...@googlegroups.com
    ABP Report:
    অর্থ মন্ত্রকের সঙ্গে কথা
    নতুন ক্যানসার হাসপাতালের জন্য বরাদ্দ দাবি সুদীপের
    নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
    রাজারহাটে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের নতুন ইউনিটটির নির্মাণে ৫৬৩ কোটি টাকার দাবি জানানো হল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে।
    দশ একর জায়গা জুড়ে ওই হাসপাতালটির কাজ দ্রুত শুরু করার জন্য আজ দিল্লিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রকের অন্য শীর্ষ কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের অধিকর্তা জয়দীপ বিশ্বাস। পরে তিনি আর্থিক বিষয়টি নিয়ে দেখা করেন অর্থ মন্ত্রকের কর্তাদের সঙ্গেও। জয়দীপবাবু বলেন, “আগামী বাজেটে ওই হাসপাতালের জন্য ৫৬৩ কোটি টাকা বরাদ্দ করা দরকার। না হলে কাজ এগোবে না।” ওই টাকা মঞ্জুর করার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো একটি নোট অর্থ মন্ত্রক বিবেচনা করে দেখছে বলে জানা গিয়েছে। ওই হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় অর্থের মধ্যে নব্বই শতাংশ দেবে কেন্দ্র। বাকি টাকা দেওয়ার কথা রাজ্যের।
    বর্তমানে দু’শো শয্যা বিশিষ্ট চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে বর্হিবিভাগে রোজ গড়ে পাঁচশো রোগী চিকিৎসা করাতে আসেন। বাংলাদেশ ও নেপাল থেকেও রোগীরা আসেন বলে দেখা গিয়েছে। আজ সুদীপবাবু বলেন, “সেই চাপ কমাতেই রাজারহাটে একটি নতুন হাসপাতাল খোলার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় তিনি বিষয়টি নিয়ে তদ্বির করছেন। মন্ত্রক চাইছে যত দ্রুত সম্ভব ওই হাসপাতাল গড়ার কাজ শেষ করতে।” ইতিমধ্যেই গোটা বিষয়টি দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রক। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, জুন মাসে ওই হাসপাতালটির শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ।
    মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রথম দফায় তিনশো ও পরের ধাপে দু’শো, মোট পাঁচশো শয্যা থাকবে ওই হাসপাতালে। হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বা বোন ম্যারো প্রতিস্থাপনের ব্যবস্থাও থাকবে। তবে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যে ৫৫ কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা ছিল, তার মধ্যে এখন পর্যন্ত ২৫ কোটি টাকা পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জয়দীপবাবু বলেন, “ওই টাকায় ইতিমধ্যেই ওই হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। জমিটি পাঁচিল দিয়ে ঘেরার কাজও হয়ে গিয়েছে। চূড়ান্ত নকশার কাজ শেষ পর্যায়ে।” 

    A vick, Pune

    unread,
    Feb 2, 2012, 3:31:11 AM2/2/12
    to newtown-raja...@googlegroups.com
    Reply all
    Reply to author
    Forward
    0 new messages