'সংগঠক' ও অলিখিত 'আমীর' ওয়াসিফুল ইসলাম

57 views
Skip to first unread message

Saad Bin Jubaer

unread,
Nov 21, 2019, 10:50:04 AM11/21/19
to Save Kakrail

বাংলাদেশের কথিত 'এতাআতি' সাথীরা এদেশের ভেতর 'একক আমীর' পদ্ধতিতে চলুক কিংবা 'শুরা' অথবা 'অটো-আমীর' পদ্ধতিতে চলুক, দিনশেষে তাদের নেতৃত্বের লাগাম ওয়াসিফুল ইসলামের হাতেই থাকবে। তাবলীগের মেহনতের ভেতর 'চেইন অফ কমান্ড' সৃষ্টির মাধ্যমে গোটা মেহনতকে অসৎভাবে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ওয়াসিফুল ইসলাম বহু আগে থেকেই বেশ সিদ্ধহস্ত।

ওয়াসিফুল ইসলামের ব্যাপারে কাকরাইলের 'এতাআতি' শুরা থেকে শুরু করে মাওলানা সা'দ সাহেবের অনুসারী অনেক জিম্মাদার সাথীদের যথেষ্ট আপত্তি থাকা সত্ত্বেও ওয়াসিফুল ইসলামকে ছাড়া তাদের চলাও মুশকিল! আপাতত ওয়াসিফুল ইসলামের মত বিকল্প কোন 'সংগঠক'ও তাদের হাতে নেই।

#SaveTabligh

  

Mostafa Arifin Mamun

unread,
Nov 22, 2019, 10:10:22 AM11/22/19
to save-k...@googlegroups.com
ভাই সাদ বিন জুবায়ের, আপনাদের প্রতি অনুরোধ আপনারা প্রথম শুরু করেছিলেন ওয়াসিফ-জোবায়ের গ্রুপ নিয়ে এখন জুবায়ের সাব কে আপনাদের দলে ফিরিয়ে নিয়েছেন আচ্ছা করে আসিফ ভাইয়ের গীবত করতেছেন যা বলার সামনে এসে বলা এটাই হলো মুসলমানদের তারিকা পিছনে বসে কথা বলা এর দ্বারা অবশ্যই সেটা কি হবে আমার মনে হয় না যে মুশফিক স্যার আপনাদের গেছেন বাংলাদেশ আমাদের প্রথম ফাটল আপনারাই ধরে আপনাদের এই প্রথম বাংলাদেশে আমাদের ক্ষতি শুরু হয়েছে আপনার মধ্যে নিয়ে আসেন তবে কেন আপনাদের থেকে বাদ দিলেন আসলে আপনারা আপনারা সব বুঝে কোপ মারেন এটি আপনাদের বৃষ্টি আমাদের কাছে গিয়ে ওলামাদের কাছে গিয়ে গীবত করে মনে করছেন এই দেশের আলেম ওলামারা আপনাদেরকে মাথার তাজ বানাইয়া না চাইবো যে আপনারাই তো ব্রিকের বড় হিতাকাঙ্খী আপনারা বড় হিতাকাঙ্খী এটাই মনে করছিলেন কিন্তু পক্ষান্তরে গিয়েছে আজকের আলেমদের আপনাদের তব্লে নাচলে নাচলে নাচলে নাচলে সুতরাং আপনারা চিন্তা করে দেখেন যে লাভ কি হয়েছে ইতিহাসে এত বড় ক্ষতি কেউ করে নাই পাকিস্তান আলাদা এক গাছে আছে এখানে তো রক্তারক্তি হয় নাই আপনাদের চিন্তা করা উচিত ছিল যে কাদের হাতে আমরা দিচ্ছি কাদের হাতে আমরা আমাদের কাজকে তুলে দিচ্ছি হ্যাঁ তারা মসজিদ নিয়ে আসে আমাদের উদ্দেশ্যেই আমরাতো ক্লিক করে লোকজনকে আলেমদের কাছে পাঠাব বেশিদিন পাবে সেদিন হবে আলেমদের কাছে জিজ্ঞেস করে বাকি দিন চলবে আসবে যখন তার ভিতরে তিনি 10 বাসবে দিনের জজবা আসবে তখন ওলামাদের কাছে গিয়ে দিন শিখে আমল করবে ছেলেমেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে ব্যাস এটাই কিন্তু আপনারা গিয়ে তাদেরকে বুঝাইছেন। মেহেরবানী করে থামেন কাজে মন দেন চিন্তা করে দেখেন কবে আদাগনটা তালিন করছেন। খালি ব্যস্ত যদি আধাঘন্টা তালিম করতে। আমি জানিনা আপনি কোন স্বাদ আমার ঠিক জানা নাই জানতাম তাহলে আপনার সামনে কথাগুলো বলতাম।

--
Crimes of Wasif - The Godfather of Kakrail
 
কাকরাইলের বিস্তারিত হালত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
 
https://drive.google.com/folderview?id=0Byqm0YeZb8EMRXJPOXpsdnZMaWM&usp=gmail
---
You received this message because you are subscribed to the Google Groups "Save Kakrail" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to save-kakrail...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/save-kakrail/CAAPsUasb7AnU%2B9mQ%3DvrQJ97f1NWL%2BJN767z52AsW6F_UBFEiig%40mail.gmail.com.

Sabbir Ahmad

unread,
Nov 23, 2019, 7:47:29 AM11/23/19
to save-k...@googlegroups.com
দাড়ি, কমা বিহীন একটা প্যারাগ্রাফ পড়তে যে কি আনন্দ সেটার স্বাদ নিলাম !

Arif Billah

unread,
Nov 24, 2019, 2:14:20 AM11/24/19
to save-k...@googlegroups.com
ভাই আপনার তো মজা লাগলো, কিন্তু আমার তো দাঁত নড়ে গেছে পড়।         

Muhammad Imtiaz Hossain

unread,
Nov 24, 2019, 2:14:52 AM11/24/19
to Save
সাব্বির সাহেব সত্য বলেছেন।

Reply all
Reply to author
Forward
0 new messages