আমি করোনায় মরবো না ,মরবো খিদায়

33 views
Skip to first unread message

Post Card

unread,
Mar 23, 2020, 8:37:54 PM3/23/20
to LA Discussion, pfc, RANU CHOWDHURY, Zoglul Husain, Sameer Syed, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani

 রাব্বি হাসান | জাতীয় | তারিখঃ মার্চ ২২, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 86461 বার

বিশ্বজুড়ে করোনা ভাইরাস এর তান্ডবে লন্ডভন্ড শুধু শিক্ষা,জনজীবনই নয় প্রভাব পড়েছে চাহিদা-যোগানের মূল কেন্দ্র “অর্থনীতি” তে।
সাজানো গোছানো সভ্যতা যেনো মুখ ফিরিয়ে নিয়েছে কোন এক অদেখা মরণ নেশার আতঙ্কে।

আজকের এই অনিন্দ্য সুন্দর সভ্যতা,সংস্কৃতিতে সবচেয়ে বেশি অবদান শ্রমজীবী মানুষের তৈলাক্ত ঘামে।সেই তিলেতিলে সভ্যতা তৈরি করার কারিগরদের মুখে যেনো আজ বিষাদে ঠেকে গেছে,কোন এক অজানা বিষাক্ত সাপ ছোবলের অপেক্ষায় বসে আছে,সুযোগ পেলেই যেনো কামড়ে ধরবে,তেমনি বিষাক্ত সাপের মতো ধ্বংসলীলায় মেতে উঠছে করোনা ভাইরাস।

করোনা ভাইরাস আমাদের এই উন্নয়নশীল দেশে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে শ্রমজীবি মানুষের দৈনন্দিন জীবনে।সরকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল ধরনের জনসমাগম বন্ধ করেছে করোনার প্রাদুর্ভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে।আমাদের সবার সচেতনতা বৃদ্ধি করতে।
কিন্তু করোনা কে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে পড়েছে অর্থনীতি, বাজার। এক শ্রেনির মুনাফালোভী অসুস্থ বাণিজ্য চক্রের ঘটা করা পন্যের মূল্য বৃদ্ধির আয়োজনে শ্রমজীবী মানুষের হয়েছে দূর্ভোগ। করোনা ভাইরাসকে কেন্দ্র করে সাধারণ মানুষ বাজারে,দোকানে উপচে পড়েছে, কথা তাদের একটাই দৈনন্দিন পণ্য যদি পড়ে না পাওয়া যায় তাই আজই গোটা দু-মাসের খাদ্যপণ্য কিনে রেখে দেই।
এমন বোকাসোকা সিদ্ধান্তই বিপাকে ফেলেছে সাধারণ শ্রমজীবী,রিক্সাচালক,গার্মেন্টস কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের সাধারণ পেশা জীবী মানুষকে।চাল,ডাল,আলু সহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের মূল্য দিনদিন যেনো বেড়েই চলেছে চাল,ডাল,আলুর দাম কেজি প্রতি ৫-১০টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এমনই উৎসুক পরিবেশ কে পুঁজি করে এক শ্রেনির অসাধু ব্যবসায়ী তৈরি করেছে পণ্যে কৃত্রিম সংকট।মাঝে মাঝেই বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে অতিপ্রয়োজনীয় পণ্য।উধাও হওয়া পণ্য ও বৃদ্ধি পাওয়া মূল্য ও অসাধু ব্যবসায়ীদের যেনো রীতিমতো শত্রু হয়ে দাড়িয়েছে মোবাইল কোর্ট”।পুরো দেশে গত কয়েকদিনে প্রায় শত অভিযান চালিয়ে মোটাদাগে জরিমানা করেও থামানো যাচ্ছে না এমন অসুস্থ মূল্যবৃদ্ধির প্রতিযোগিতাকে।করোনার চেয়ে দেশে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মই যেনো দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক অবস্থার শিকার এমনই এক শ্রমজীবি রিক্সা চালক”কান্না জড়িত কন্ঠে আক্ষেপে বলে ফেলেছেন আমি করোনায় মরবো না আমি মরবো খিদায়।কারন এখন রাস্তায় মানুষ বের হয় কম সারাদিনে আমি যে টাকা রিক্সা চালিয়ে পাই তা দিয়ে চাল কিনতে পারবো না,পারবো না ডাল কিনতে,পারবো না আমার ছোট মেয়েটার জন্য কিনতে ঔষধ,আমাদের তো করোনা হবে না আমাদের হবে “না খেয়ে থাকার রোগ”।

এমনই জানা অজানা হাজারো শ্রমজীবি মানুষের খাবার কেনার সুযোগ হারিয়ে বেঁচে থাকার সংশয়ে আদরের অসুস্থ পরিবার নিয়ে রাত্রি যাপন হচ্ছে শুধু আমাদের একার গোটা দু মাসের দ্রব্য কিনে ফ্রিজ কিংবা খাটের নিচে জমা করে রাখায়।
অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে পারলেই অদেখা করোনার ভাইরাসের ভয়ের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে শ্রমজীবী মানুষ।

 

Sitangshu Guha

unread,
Mar 23, 2020, 8:52:54 PM3/23/20
to pfc, LA Discussion, RANU CHOWDHURY, Zoglul Husain, Sameer Syed, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani

‘এবারের সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম’

শিতাংশু গুহ, ২২ মার্চ ২০২০, নিউইয়র্ক।। এবারের সংগ্রাম, সুস্থ থাকার সংগ্রাম। এবারের সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম। বেঁচে থাকলে আনন্দফুর্তি করা যাবে, পার্টি করা যাবে, মন্দির-মসজিদে যাওয়া যাবে। বেঁচে না থাকলে কিছুই করা যাবেনা। তাই, আসুন আগে বাঁচি, অন্যকে বাঁচতে সাহায্য করি। করোনা ভাইরাস এই সময়ে পুরো বিশ্বকে একত্রিত করেছে। ঐক্যবদ্ধভাবে এই ভাইরাসকে পরাজিত করতে হবে। প্রশাসনের কথা শুনুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মানুন। উন্নত দেশগুলো এর নাগরিকদের রক্ষায় সর্বতোভাবে সচেষ্ট রয়েছে। বাংলাদেশ-ভারত ঘনবসতি, অবহেলা ও অজ্ঞতার কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়লে রক্ষা থাকবে না! উপমহাদেশের মানুষের ‘এন্টিবডি’ শক্তিশালী, চৈত্রমাস-তাপমাত্রা বেশি, ধারণা করি, আশা রাখি এজন্যে ‘করোনা ভাইরাস’ ততটা সুবিধা করতে পারবে না? তবু, ব্যবস্থা নিতে হবে, ‘লক-ডাউন’ অপরিহার্য। রাশিয়াতে পুটিন বলেছেন, ‘দুই সপ্তাহ ঘরে থাকুন, না মানলে পাঁচ বছর জেলে থাকুন’। বাংলাদেশ-ভারতে হয়তো এমনটা প্রয়োজন হতে পারে?

পৃথিবীতে এর আগেও মহামারী’র প্রার্দুভাব ঘটেছে, মানুষ মন্দির/মসজিদে গেছে প্রতিকারের আশায়। পানিপড়া, দোয়া, মন্ত্রের জন্যে ধর্মগুরুদের শরণাপন্ন হয়েছে। এবার পরিস্থিতি একটু ভিন্ন। সামান্য এক ‘করোনা’ এবার ধর্মীয় উপাসনালয়ে তালা দিতে সক্ষম হয়েছে। মানুষ ধর্মগুরুদের দিকে যাচ্ছেনা, , ঈশ্বর/আল্লাহ’র দিকে তাকিয়ে নেই, প্রতিকারের জন্যে মানুষ বিজ্ঞানের দিকে তাকাচ্ছে। এরমানে কি ধর্ম ব্যবসায়ীরা থেমে গেছেন, মোটেও তা নয়! তাঁরা আশায় আছেন, ‘যদি লাইগ্যা যায়’ কোন তরিকা/মন্ত্র? তখন তাঁরা বলবেন, ‘’আগেই কৈছিলাম না’ --? ‘ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে’। বিশিষ্ট বিজ্ঞানী হুজুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, ‘ইসলামে সংক্রামক ব্যাধি নামে কিছু নেই’। ভারতে ঘটা করে কিছু লোক ‘গোমূত্র’ খাওয়াচ্ছেন। খবরটি’র সত্যমিথ্যা জানিনা, তবু বলছি, কারণ কোন ক্ষতি নেই, হয়তো হাসির? রাশিয়ায় রাস্তাঘাট ফাঁকা রাখতে পুটিন নাকি ৮০০ বাঘ-সিংহ রাস্তায় ছেড়ে দিয়েছেন!

বাংলাদেশে অনেকে বলতে চাচ্ছেন যে, প্রবাসীরা করোনা ছড়াচ্ছেন? এটি সত্য নয়। বিশ্বে ১৭৬টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। উন্নত দেশগুলো তাঁদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছেন। ভারত উপদ্রুত চীনের সোয়ান প্রদেশ থেকে এর নাগরিকদের ফিরিয়ে এনেছে, সাথে ১৪জন বাংলাদেশী। এঁরা সবাইকে ১৪দিন কোয়ারেন্টিন রেখেছেন। তারপর ছেড়েছেন। বাংলাদেশে কোয়ারেন্টিন ব্যবস্থা সম্পর্কে হয়তো সুস্পষ্ট ধারণা না থাকায় সবাইকে রাখা সম্ভব হয়নি। দোষ প্রবাসীর নয়। কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন ৫১ বাড়িতে লাল পতাকা উড়িয়ে প্রবাসী হিসাবে চিহ্নিত করেছেন। মনে পড়ে একাত্তরে পাকিস্তানীরা ‘এইচ’ লিখে হিন্দু বাড়ি চিহ্নিত করেছিলো? একটি পোষ্টারে বলা হচ্ছে, ‘প্রবাসীদের প্রবেশ নিষেধ’। প্রবাসীরা যেকোন সময় তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার অধিকার রাখেন। যথাযথ ব্যবস্থা নিলে হয়তো এমন দোষারূপের ঘটনা ঘটতো না! এখন অন্যের দিকে অঙ্গুলি হেলনের সময় নয়, সময় এখন সবাই মিলে করোনা ভাইরাস মহামারী ঠেকানো।

বলিহারি আমাদের রাজনৈতিক নেতাদের! ওবায়দুল কাদের বলেছেন, আমরা করোনা ভাইরাসের চেয়েও শক্তিশালী। রিজভী বলেছেন, আওয়ামী লীগ করোনা ভাইরাসের চেয়েও ভয়ানক। আরো কিছু নেতার কথা শুনি? মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পারছি। ড: হাসান মাহমুদ বলেছেন, বিএনপি করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। শাহরিয়ার আলম বলেছেন, করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মতো ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নেই। ডঃ আব্দুল মোমেন বলেছেন, করোনা মারাত্মক কোনো রোগ নয়, এটা সর্দি জ্বরের মতো। খালিদ মাহমুদ বলেছেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন কোনো ভাইরাস নিয়েই চিন্তা নেই। এই যখন আমাদের দেশের অবস্থা, তখন আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প ও সিনেটে ডেমক্রেট দলীয় নেতা চাক শ্যুমার একসাথে বললেন, এখন রাজনীতির সময় নয়, সময় এখন একসাথে করোনা মোকাবেলার। বিভেদ ও রাজনীতি ভুলে বাংলাদেশে এখন সরকার, পুলিশ, মিলিটারি একযোগে কাজ করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে।

সবাই বলেন, সব সম্ভবের দেশ বাংলাদেশ। তাই হয়তো নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন। সরকার সবাইকে ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলো। নির্দেশ নয়, পরামর্শ? এর বিরুদ্ধে হবিগঞ্জে বিক্ষোভ হয়েছে। রায়পুরে ৫০ হাজার মানুষের দোয়া মাহফিল হয়েছে। রাজবাড়ীর ভবদিয়া গ্রামে এক ব্যক্তি মারা গেছেন, তিনি কি করোনা আক্রান্ত হয়ে মরেছেন না অন্য কোন কারণে মরেছেন, এনিয়ে সংষর্ষে লাবলু মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত ১১। হয়তো রবীন্দ্রনাথ এদের জন্যেই বলেছেন, ‘রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি’। সংবাদ হচ্ছে, করোনা ভাইরাস নিয়ে যখন পৃথিবী স্তব্ধ তখন খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের দেলুটী গ্রামে একটি হিন্দু পরিবারকে দেশত্যাগের হুমকী দিয়ে তাদের জমিজমা, মাছের ঘের জবরদখল হয়েছে। আরো একটি খবর হচ্ছে, ফরিদপুরের শিবরামপুরে পান্নু হাওলাদার ও তাঁর তিন গুনধর পুত্র শনিবার সন্ধ্যায় মতিউর রহমানের বাড়িতে হামলা করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছেন।

‘সোশ্যাল ডিসটেনসিং’ বা ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখা করোনা থেকে মুক্তির একমাত্র উপায়। দেশে দেশে ‘লকডাউন’ বা ‘পজ’ সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্যেই করা হচ্ছে। বাংলাদেশে হুজুররা এর বিরুদ্ধে ধর্মের দোহাই দিয়ে হুঙ্কার ছাড়ছেন। একাত্তরে বেশিরভাগ ধর্মান্ধরা ‘ইসলাম ও পাকিস্তান রক্ষার’ নামে রাজাকার হয়েছিলেন? এবার না আবার ওয়াজ ও দোয়া মাহফিলের অজুহাতে নিজেদের ব্যবসা ঠিক রাখতে, করোনা মহামারী ছড়িয়ে নুতন করে ‘রাজাকার’ হয়ে যান? ধর্ম মানুষের জন্যে, ধর্মের জন্যে মানুষ নয়। মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে। মানুষ না থাকলে ধর্ম থাকবে না! বিশ্বব্যাপী মানুষ এখন বাইরে থেকে ঘরে ঢুকছে। করোনা ভাইরাস যদি ধর্মগুলোকে বাইরে থেকে ঘরে ঢুকিয়ে দিতে পুরোপুরি সক্ষম হতো, তবে পৃথিবীতে ধর্মের নামে হানাহানি হয়তো কিছুটা কমতো। সামাজিক মাধ্যমে কিছু কিছু মানুষ নিজেদের ধর্মের মাহাত্ম্য দেখাতে চাচ্ছেন। তাঁদের জানা উচিত, করোনা ভাইরাস ভয়ানক ধর্মনিরপেক্ষ, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান কাউকেই ছাড়ছে না?

এখন সময় হচ্ছে বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে একে অপরকে সহায়তা করা। বিশ্ব আবারো প্রমান করছে, ‘মানবতা ও সেবাই ধর্ম’। ধারণা করি করোনা ভাইরাস যখন শেষ হবে, পৃথিবী আবার চন্ডিদাসকে স্মরণ করে বলবে, ‘সবার উপর মানুষ সত্য--’। একটি আশার বাণী দিয়ে শেষ করবো: এস্ট্রোনমি বাস্তব, যদি সঠিক গণনা করা যায়। এস্ট্রোনমির ওপর ভিত্তি করে বেদিক রিসার্স নামে একটি সংস্থা জানাচ্ছে, ২৬ ডিসেম্বর ২০১৯ ছিলো ‘বলয়গ্রাস সূর্য্যগ্রহণ’, সেদিন করোনা ভাইরাসের শুরু। সাধারণত: এই কুফল তিনমাস পর্যন্ত চলে। ৩১শে মার্চ ২০২০ জুপিটার মকর রাশিতে যাবে, অর্থাৎ করোনার কুফল কমতে শুরু করবে। ১৩ই এপ্রিল সূর্য্য মেষ রাশিতে যাবে, এদিন থেকে আরোগ্য শুরু। ১৯ এপ্রিল-২১জুন বেদিক গ্রীষ্ম শুরু, করোনা দুর্বল হতে থাকবে। ২৩শে সেপ্টেম্বর কেতু থেকে বৃশ্চিক, করোনার সমাপ্তি। স্নাতকে আমার ‘এস্ট্রোনমি’ একটি সাবজেক্ট ছিলো। তখনো বুঝিনি, এখনো কিছু বুঝিনা। তবে এই গণনা সঠিক হলে, ‘স্বাগতম’। পৃথিবীর যে প্রান্ত থেকেই করোনা মুক্তি আসুক, যেভাবেই ঘটুক, সেটাই সু-স্বাগতম। করোনা ভাইরাস নিপাত যাক, মানবতা মুক্তি পাক। # guh...@gmail.com;


--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/pfc-friends/CA%2B8k4QSToM9vG8hJcy4WGH%2B9QqB648WMqvZ32QszgjO6Y4ycHA%40mail.gmail.com.


--
Sitanggshu Guha

Post Card

unread,
Mar 23, 2020, 8:57:35 PM3/23/20
to pfc, LA Discussion, RANU CHOWDHURY, Zoglul Husain, Sameer Syed, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani
image.pngHasina `s Corona Virus, Chatro League leader

মসজিদে ঢুকে মুসল্লীকে জুতা দিয়ে পেটালেন যুবলীগ নেত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুচ্ছাবাহ্ পূর্নিমা নামে এক যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মসজিদে প্রবেশ করে মুসল্লীকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকার মাজহার উল্লাহ মুহুরী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটেছে।

আমেরিকা প্রবাসী নুরুচ্ছাবাহ্ পূর্নিমা যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদেকর দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী মুসল্লী এস এম শহীদ জানান, শনিবার জোহরের নামাজের জন্য আমি মসজিদে প্রবেশ করার পথে পূর্ণিমা নামের এই মহিলা দাঁড়িয়ে থাকে। আমি তাকে নামাজের জামাত শুরু হচ্ছে বলে সরে দাঁড়াতে বলে মসজিদের ভেতরে প্রবেশ করার সময় সে মসজিদের সামনে থাকা জুতা নিয়ে আমাকে মারলে জুতা মসজিদের ভেতরে ঢুকে যায়। এরপর সে ভেতরে ঢুকে জুতা দিয়ে আমাকে মারধর করেন। তখন সকল মুসল্লী এগিয়ে তাকে নিভৃত করেন। কি কারণে আমাকে জুতা দিয়ে মারলো? আমার অপরাধ কি? আমি তার বিচার চাই।

মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লী মুহাম্মাদ খোরশেদ আলম বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা আমার জীবনে দেখিনি। মহিলা মসজিদে ঢুকে শহীদ নামে এক মুসল্লীকে জুতা দিয়ে মারধর করে। এরপর আমরা এসে তাকে নিভৃত করি। মহিলা হওয়ার কারণে সকল মুসল্লীকে সংযত থাকতে হয়েছে। ওই মহিলার উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

এই বিষয়ে শনিবার সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে মোবাইলফোনে নুরুচ্ছাবাহ্ পূর্নিমা বলেন, আমি মসজিদে প্রবেশ করে জুতা দিয়ে কাউকে মারধর করিনি। বরং শহীদ নামে ওই ছেলেটি আমাকে ধাক্কা দেয়। মুসল্লীরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা সবাই দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে আমার বাবার বাড়ি দখল করে রাখছে। পরে কথা বলবে বলে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


Post Card

unread,
Mar 23, 2020, 9:00:04 PM3/23/20
to pfc, LA Discussion, RANU CHOWDHURY, Zoglul Husain, Sameer Syed, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani

MUJIB`S CORONA VIRUS

করোনার এই সময়ে ছাত্রলীগ নেতার এ কেমন কাণ্ড

 ২৩ মার্চ, ২০২০ ২০:৫৯  ৩০১৭০

অনলাইন ডেস্ক

করোনার এই সময়ে ছাত্রলীগ নেতার এ কেমন কাণ্ড

বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পরেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। ঘটছে ব্যাপক হারে মৃত্যুর ঘটনা। এর মধ্যেই পাবনার সুজানগরে ছাত্রলীগ নেতার নেতৃত্বে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এ ঘটনায় সোমবার সকালে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে ওই ছাত্রলীগ নেতাসহ পাঁচজনের নামে সুজানগর থানায় মামলা দায়ের করেছেন। ওই ছাত্রলীগ নেতার নাম সুমন খান (২৩)। তিনি পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার দেহে স্কচটেপে মোড়ানো ফেন্সিডিল

পুলিশ জানায়, গণধর্ষণের শিকার হওয়া গৃহবধূ রোববার সন্ধ্যায় সাঁথিয়া থেকে দুলাভাইয়ের সাথে সদর উপজেলার কোলাদীতে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে, সুজানগর উপজেলায় চরভবানীপুর এলাকায় একদল বখাটে তাদের পথরোধ করে। তারা গৃহবধূর দুলাভাইকে মারধর করে বেঁধে রেখে গৃহবধূকে রাস্তার পাশের গমক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সোমবার ভুক্তভোগী গৃহবধূ পরিবারের সদস্যদের নিয়ে থানায় গিয়ে পাঁচজনের নামে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ছাত্রীকে চড় দিয়ে মুঠোফোন কেড়ে নিল ছাত্রলীগ কর্মী

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, মামলা দায়েরের পর চর সুজানগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সরদার সুমন ওরফে পটলকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রলীগ নেতা সুমন খানসহ অপর চার আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)


RANU CHOWDHURY

unread,
Mar 24, 2020, 2:49:28 PM3/24/20
to Farida Majid, pfc, mukto...@yahoogroups.com, noorbu...@hotmail.com, na...@googlegroups.com, Zoglul Husain, Sameer Syed, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani
আহারে, কত জনদরদি সরকার! কত জনবান্ধব সরকার ! যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ জনগণ। এরা জেলখানা দেখছে না। গুন খুন মামলা হামলা, পুলিশের বেটন বুলেট দেখছেনা। আওয়ামী বাহিনীর, লীগ বাহিনীর কাণ্ড কারখানা এদের চোখে পড়ছে না। ৫ই জানুয়ারী, ৩০ শে ডিসেম্বর চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে ছিলেন। ভারতের কাছে দেশ জিম্মির হিড়িক দেখছেনা। ফাহাদের খুন কেন হল বুঝতে পারছেনা। বিগত যুগের অত্যাচার, অবিচার, অপশাসন চোখে পরছেনা।  

মান্নান, বিপ্লব, ফারিদা দের অতি শীগ্র চিকিৎসার জন্য কোথায় যেতে হবে বহুবার বলেছি। তবুও তারা স্বভাবসুলভ পাগলামি ছালিয়ে যাচ্ছে । আল্লাহ্‌ তাদের হেদায়েত কার্মুক।

    


From: Farida Majid <farida...@hotmail.com>
Sent: Tuesday, March 24, 2020 9:40 AM
To: pfc <pfc-f...@googlegroups.com>; mukto...@yahoogroups.com <mukto...@yahoogroups.com>
Cc: RANU CHOWDHURY <ran...@hotmail.com>; Zoglul Husain <zog...@hotmail.co.uk>; Sameer Syed <ams...@aol.com>; zainul abedin <zain...@yahoo.com>; Dr. KMA Malik <kmama...@gmail.com>; Mohammad Gani <mga...@gmail.com>
Subject: Re: {PFC-Friends} সরকার বললো একা বা আলাদা থাকুন---
 



আপনারা বললেন ফ্লাইট বন্ধ করুন--সরকার করলো!
আপনারা বললেন লকডাউন করুন-সরকার তাও করলো, সাথে সেনাবাহিনীও দিলো!


রকার বললো এখন দেশে আসবেন না-- 

আপনারা বললেন, বললে-ই হলো! আসবো এবং গুষ্টিসুদ্ধ এলেনও!


সরকার বললো একা বা আলাদা থাকুন---

আপনারা বাজারে গেলেন, বিয়ে করলেন, বাহিরে ইচ্ছেমতো ঘুরাঘুরি করলেন!


সরকার বললো ঘরে থাকুন-- 

আপনারা কক্সবাজার, পতেঙ্গাতে ভ্রমনে গেলেন, গণমোনাজাতে ৩ লক্ষ জমায়েত হলেন!


সরকার বললো ছুটিতে কোথাও যাবেন না-- 

আপনারা সেটাকে ঈদের ছুটি ভেবে ছুটলেন রেল, বাস স্টেশনে!


ভাই এরপরও দোষ একা সব সরকারের, আপনি ধোয়া তুলসী পাতা!
আসেন সরকারের গুষ্টি উদ্ধার করি!


আমাদের স্বভাবটা-ই এমন--আমি এভাবে-ই থাকবো, শুধু তুমি পরিবর্তন হয়ে যাও!
আমি কিছু-ই করবো না সরকার সবকিছু ঠিক করে দিক।


মানসিকতা বদলান, নিজে পাল্টান সব পাল্টে যাবে।

Biplob Biswas এর টাইম লাইন থেকে।




From: pfc-f...@googlegroups.com <pfc-f...@googlegroups.com> on behalf of Post Card <abahar...@gmail.com>
Sent: Tuesday, March 24, 2020 6:57 AM
To: pfc <pfc-f...@googlegroups.com>
Cc: LA Discussion <la-dis...@googlegroups.com>; RANU CHOWDHURY <ran...@hotmail.com>; Zoglul Husain <zog...@hotmail.co.uk>; Sameer Syed <ams...@aol.com>; zainul abedin <zain...@yahoo.com>; Dr. KMA Malik <kmama...@gmail.com>; Mohammad Gani <mga...@gmail.com>
Subject: Re: {PFC-Friends} আমি করোনায় মরবো না ,মরবো খিদায়
 

zainul abedin

unread,
Mar 24, 2020, 3:53:25 PM3/24/20
to Farida Majid, pfc, mukto...@yahoogroups.com, noorbu...@hotmail.com, na...@googlegroups.com, RANU CHOWDHURY, Zoglul Husain, Sameer Syed, Dr. KMA Malik, Mohammad Gani
Salam,

This gentleman AMa (Abdul Mannan), probably, was the former VC of Chittagong University, fails to understand (like our FMa) that in times  of emergency/crises, the responsibility mostly underlies with the people in position/power, while the general students/masses may not be that capable to realize the issue and take care for themselves!

ZA




On Tuesday, March 24, 2020, 1:50:01 PM CDT, RANU CHOWDHURY <ran...@hotmail.com> wrote:


আহারে, কত জনদরদি সরকার! কত জনবান্ধব সরকার ! যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ জনগণ। এরা জেলখানা দেখছে না। গুন খুন মামলা হামলা, পুলিশের বেটন বুলেট দেখছেনা। আওয়ামী বাহিনীর, লীগ বাহিনীর কাণ্ড কারখানা এদের চোখে পড়ছে না। ৫ই জানুয়ারী, ৩০ শে ডিসেম্বর চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে ছিলেন। ভারতের কাছে দেশ জিম্মির হিড়িক দেখছেনা। ফাহাদের খুন কেন হল বুঝতে পারছেনা। বিগত যুগের অত্যাচার, অবিচার, অপশাসন চোখে পরছেনা।  

মান্নান, বিপ্লব, ফারিদা দের অতি শীগ্র চিকিৎসার জন্য কোথায় যেতে হবে বহুবার বলেছি। তবুও তারা স্বভাবসুলভ পাগলামি ছালিয়ে যাচ্ছে । আল্লাহ্‌ তাদের হেদায়েত কার্মুক।

    


From: Farida Majid <farida...@hotmail.com>
Sent: Tuesday, March 24, 2020 9:40 AM
To: pfc <pfc-f...@googlegroups.com>; mukto...@yahoogroups.com <mukto...@yahoogroups.com>
Cc: RANU CHOWDHURY <ran...@hotmail.com>; Zoglul Husain <zog...@hotmail.co.uk>; Sameer Syed <ams...@aol.com>; zainul abedin <zain...@yahoo.com>; Dr. KMA Malik <kmama...@gmail.com>; Mohammad Gani <mga...@gmail.com>
Subject: Re: {PFC-Friends} সরকার বললো একা বা আলাদা থাকুন---
 

আপনারা বললেন ফ্লাইট বন্ধ করুন--সরকার করলো!
আপনারা বললেন লকডাউন করুন-সরকার তাও করলো, সাথে সেনাবাহিনীও দিলো!


রকার বললো এখন দেশে আসবেন না-- 

আপনারা বললেন, বললে-ই হলো! আসবো এবং গুষ্টিসুদ্ধ এলেনও!


সরকার বললো একা বা আলাদা থাকুন---

আপনারা বাজারে গেলেন, বিয়ে করলেন, বাহিরে ইচ্ছেমতো ঘুরাঘুরি করলেন!


সরকার বললো ঘরে থাকুন-- 

আপনারা কক্সবাজার, পতেঙ্গাতে ভ্রমনে গেলেন, গণমোনাজাতে ৩ লক্ষ জমায়েত হলেন!


সরকার বললো ছুটিতে কোথাও যাবেন না-- 

আপনারা সেটাকে ঈদের ছুটি ভেবে ছুটলেন রেল, বাস স্টেশনে!


ভাই এরপরও দোষ একা সব সরকারের, আপনি ধোয়া তুলসী পাতা!


আসেন সরকারের গুষ্টি উদ্ধার করি!


আমাদের স্বভাবটা-ই এমন--আমি এভাবে-ই থাকবো, শুধু তুমি পরিবর্তন হয়ে যাও!


আমি কিছু-ই করবো না সরকার সবকিছু ঠিক করে দিক।


মানসিকতা বদলান, নিজে পাল্টান সব পাল্টে যাবে।

Biplob Biswas এর টাইম লাইন থেকে।

From: pfc-f...@googlegroups.com <pfc-f...@googlegroups.com> on behalf of Post Card <abahar...@gmail.com>
Sent: Tuesday, March 24, 2020 6:57 AM
To: pfc <pfc-f...@googlegroups.com>
Cc: LA Discussion <la-dis...@googlegroups.com>; RANU CHOWDHURY <ran...@hotmail.com>; Zoglul Husain <zog...@hotmail.co.uk>; Sameer Syed <ams...@aol.com>; zainul abedin <zain...@yahoo.com>; Dr. KMA Malik <kmama...@gmail.com>; Mohammad Gani <mga...@gmail.com>
Subject: Re: {PFC-Friends} আমি করোনায় মরবো না ,মরবো খিদায়
 
image.pngHasina `s Corona Virus, Chatro League leader

মসজিদে ঢুকে মুসল্লীকে জুতা দিয়ে পেটালেন যুবলীগ নেত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুচ্ছাবাহ্ পূর্নিমা নামে এক যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মসজিদে প্রবেশ করে মুসল্লীকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী এলাকার মাজহার উল্লাহ মুহুরী বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটেছে।

আমেরিকা প্রবাসী নুরুচ্ছাবাহ্ পূর্নিমা যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদেকর দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী মুসল্লী এস এম শহীদ জানান, শনিবার জোহরের নামাজের জন্য আমি মসজিদে প্রবেশ করার পথে পূর্ণিমা নামের এই মহিলা দাঁড়িয়ে থাকে। আমি তাকে নামাজের জামাত শুরু হচ্ছে বলে সরে দাঁড়াতে বলে মসজিদের ভেতরে প্রবেশ করার সময় সে মসজিদের সামনে থাকা জুতা নিয়ে আমাকে মারলে জুতা মসজিদের ভেতরে ঢুকে যায়। এরপর সে ভেতরে ঢুকে জুতা দিয়ে আমাকে মারধর করেন। তখন সকল মুসল্লী এগিয়ে তাকে নিভৃত করেন। কি কারণে আমাকে জুতা দিয়ে মারলো? আমার অপরাধ কি? আমি তার বিচার চাই।

মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লী মুহাম্মাদ খোরশেদ আলম বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা আমার জীবনে দেখিনি। মহিলা মসজিদে ঢুকে শহীদ নামে এক মুসল্লীকে জুতা দিয়ে মারধর করে। এরপর আমরা এসে তাকে নিভৃত করি। মহিলা হওয়ার কারণে সকল মুসল্লীকে সংযত থাকতে হয়েছে। ওই মহিলার উপযুক্ত বিচার হওয়া প্রয়োজন।

এই বিষয়ে শনিবার সন্ধ্যা ৭ টা ৫৪ মিনিটে মোবাইলফোনে নুরুচ্ছাবাহ্ পূর্নিমা বলেন, আমি মসজিদে প্রবেশ করে জুতা দিয়ে কাউকে মারধর করিনি। বরং শহীদ নামে ওই ছেলেটি আমাকে ধাক্কা দেয়। মুসল্লীরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা সবাই দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে আমার বাবার বাড়ি দখল করে রাখছে। পরে কথা বলবে বলে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


On Mon, Mar 23, 2020 at 8:52 PM Sitangshu Guha <guh...@gmail.com> wrote:

‘এবারের সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম’

শিতাংশু গুহ, ২২ মার্চ ২০২০, নিউইয়র্ক।। এবারের সংগ্রাম, সুস্থ থাকার সংগ্রাম। এবারের সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম। বেঁচে থাকলে আনন্দফুর্তি করা যাবে, পার্টি করা যাবে, মন্দির-মসজিদে যাওয়া যাবে। বেঁচে না থাকলে কিছুই করা যাবেনা। তাই, আসুন আগে বাঁচি, অন্যকে বাঁচতে সাহায্য করি। করোনা ভাইরাস এই সময়ে পুরো বিশ্বকে একত্রিত করেছে। ঐক্যবদ্ধভাবে এই ভাইরাসকে পরাজিত করতে হবে। প্রশাসনের কথা শুনুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা মানুন। উন্নত দেশগুলো এর নাগরিকদের রক্ষায় সর্বতোভাবে সচেষ্ট রয়েছে। বাংলাদেশ-ভারত ঘনবসতি, অবহেলা ও অজ্ঞতার কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়লে রক্ষা থাকবে না! উপমহাদেশের মানুষের ‘এন্টিবডি’ শক্তিশালী, চৈত্রমাস-তাপমাত্রা বেশি, ধারণা করি, আশা রাখি এজন্যে ‘করোনা ভাইরাস’ ততটা সুবিধা করতে পারবে না? তবু, ব্যবস্থা নিতে হবে, ‘লক-ডাউন’ অপরিহার্য। রাশিয়াতে পুটিন বলেছেন, ‘দুই সপ্তাহ ঘরে থাকুন, না মানলে পাঁচ বছর জেলে থাকুন’। বাংলাদেশ-ভারতে হয়তো এমনটা প্রয়োজন হতে পারে?

পৃথিবীতে এর আগেও মহামারী’র প্রার্দুভাব ঘটেছে, মানুষ মন্দির/মসজিদে গেছে প্রতিকারের আশায়। পানিপড়া, দোয়া, মন্ত্রের জন্যে ধর্মগুরুদের শরণাপন্ন হয়েছে। এবার পরিস্থিতি একটু ভিন্ন। সামান্য এক ‘করোনা’ এবার ধর্মীয় উপাসনালয়ে তালা দিতে সক্ষম হয়েছে। মানুষ ধর্মগুরুদের দিকে যাচ্ছেনা, , ঈশ্বর/আল্লাহ’র দিকে তাকিয়ে নেই, প্রতিকারের জন্যে মানুষ বিজ্ঞানের দিকে তাকাচ্ছে। এরমানে কি ধর্ম ব্যবসায়ীরা থেমে গেছেন, মোটেও তা নয়! তাঁরা আশায় আছেন, ‘যদি লাইগ্যা যায়’ কোন তরিকা/মন্ত্র? তখন তাঁরা বলবেন, ‘’আগেই কৈছিলাম না’ --? ‘ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে’। বিশিষ্ট বিজ্ঞানী হুজুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, ‘ইসলামে সংক্রামক ব্যাধি নামে কিছু নেই’। ভারতে ঘটা করে কিছু লোক ‘গোমূত্র’ খাওয়াচ্ছেন। খবরটি’র সত্যমিথ্যা জানিনা, তবু বলছি, কারণ কোন ক্ষতি নেই, হয়তো হাসির? রাশিয়ায় রাস্তাঘাট ফাঁকা রাখতে পুটিন নাকি ৮০০ বাঘ-সিংহ রাস্তায় ছেড়ে দিয়েছেন!

বাংলাদেশে অনেকে বলতে চাচ্ছেন যে, প্রবাসীরা করোনা ছড়াচ্ছেন? এটি সত্য নয়। বিশ্বে ১৭৬টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত। উন্নত দেশগুলো তাঁদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছেন। ভারত উপদ্রুত চীনের সোয়ান প্রদেশ থেকে এর নাগরিকদের ফিরিয়ে এনেছে, সাথে ১৪জন বাংলাদেশী। এঁরা সবাইকে ১৪দিন কোয়ারেন্টিন রেখেছেন। তারপর ছেড়েছেন। বাংলাদেশে কোয়ারেন্টিন ব্যবস্থা সম্পর্কে হয়তো সুস্পষ্ট ধারণা না থাকায় সবাইকে রাখা সম্ভব হয়নি। দোষ প্রবাসীর নয়। কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন ৫১ বাড়িতে লাল পতাকা উড়িয়ে প্রবাসী হিসাবে চিহ্নিত করেছেন। মনে পড়ে একাত্তরে পাকিস্তানীরা ‘এইচ’ লিখে হিন্দু বাড়ি চিহ্নিত করেছিলো? একটি পোষ্টারে বলা হচ্ছে, ‘প্রবাসীদের প্রবেশ নিষেধ’। প্রবাসীরা যেকোন সময় তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার অধিকার রাখেন। যথাযথ ব্যবস্থা নিলে হয়তো এমন দোষারূপের ঘটনা ঘটতো না! এখন অন্যের দিকে অঙ্গুলি হেলনের সময় নয়, সময় এখন সবাই মিলে করোনা ভাইরাস মহামারী ঠেকানো।

বলিহারি আমাদের রাজনৈতিক নেতাদের! ওবায়দুল কাদের বলেছেন, আমরা করোনা ভাইরাসের চেয়েও শক্তিশালী। রিজভী বলেছেন, আওয়ামী লীগ করোনা ভাইরাসের চেয়েও ভয়ানক। আরো কিছু নেতার কথা শুনি? মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি বলেই করোনা প্রতিরোধ করতে পারছি। ড: হাসান মাহমুদ বলেছেন, বিএনপি করোনা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। শাহরিয়ার আলম বলেছেন, করোনা প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মতো ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নেই। ডঃ আব্দুল মোমেন বলেছেন, করোনা মারাত্মক কোনো রোগ নয়, এটা সর্দি জ্বরের মতো। খালিদ মাহমুদ বলেছেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন কোনো ভাইরাস নিয়েই চিন্তা নেই। এই যখন আমাদের দেশের অবস্থা, তখন আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প ও সিনেটে ডেমক্রেট দলীয় নেতা চাক শ্যুমার একসাথে বললেন, এখন রাজনীতির সময় নয়, সময় এখন একসাথে করোনা মোকাবেলার। বিভেদ ও রাজনীতি ভুলে বাংলাদেশে এখন সরকার, পুলিশ, মিলিটারি একযোগে কাজ করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে।

সবাই বলেন, সব সম্ভবের দেশ বাংলাদেশ। তাই হয়তো নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী ভোট দিয়েছেন। সরকার সবাইকে ঘরে বসে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলো। নির্দেশ নয়, পরামর্শ? এর বিরুদ্ধে হবিগঞ্জে বিক্ষোভ হয়েছে। রায়পুরে ৫০ হাজার মানুষের দোয়া মাহফিল হয়েছে। রাজবাড়ীর ভবদিয়া গ্রামে এক ব্যক্তি মারা গেছেন, তিনি কি করোনা আক্রান্ত হয়ে মরেছেন না অন্য কোন কারণে মরেছেন, এনিয়ে সংষর্ষে লাবলু মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত ১১। হয়তো রবীন্দ্রনাথ এদের জন্যেই বলেছেন, ‘রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি’। সংবাদ হচ্ছে, করোনা ভাইরাস নিয়ে যখন পৃথিবী স্তব্ধ তখন খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের দেলুটী গ্রামে একটি হিন্দু পরিবারকে দেশত্যাগের হুমকী দিয়ে তাদের জমিজমা, মাছের ঘের জবরদখল হয়েছে। আরো একটি খবর হচ্ছে, ফরিদপুরের শিবরামপুরে পান্নু হাওলাদার ও তাঁর তিন গুনধর পুত্র শনিবার সন্ধ্যায় মতিউর রহমানের বাড়িতে হামলা করে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছেন।

‘সোশ্যাল ডিসটেনসিং’ বা ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখা করোনা থেকে মুক্তির একমাত্র উপায়। দেশে দেশে ‘লকডাউন’ বা ‘পজ’ সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্যেই করা হচ্ছে। বাংলাদেশে হুজুররা এর বিরুদ্ধে ধর্মের দোহাই দিয়ে হুঙ্কার ছাড়ছেন। একাত্তরে বেশিরভাগ ধর্মান্ধরা ‘ইসলাম ও পাকিস্তান রক্ষার’ নামে রাজাকার হয়েছিলেন? এবার না আবার ওয়াজ ও দোয়া মাহফিলের অজুহাতে নিজেদের ব্যবসা ঠিক রাখতে, করোনা মহামারী ছড়িয়ে নুতন করে ‘রাজাকার’ হয়ে যান? ধর্ম মানুষের জন্যে, ধর্মের জন্যে মানুষ নয়। মানুষ বাঁচলে ধর্ম বাঁচবে। মানুষ না থাকলে ধর্ম থাকবে না! বিশ্বব্যাপী মানুষ এখন বাইরে থেকে ঘরে ঢুকছে। করোনা ভাইরাস যদি ধর্মগুলোকে বাইরে থেকে ঘরে ঢুকিয়ে দিতে পুরোপুরি সক্ষম হতো, তবে পৃথিবীতে ধর্মের নামে হানাহানি হয়তো কিছুটা কমতো। সামাজিক মাধ্যমে কিছু কিছু মানুষ নিজেদের ধর্মের মাহাত্ম্য দেখাতে চাচ্ছেন। তাঁদের জানা উচিত, করোনা ভাইরাস ভয়ানক ধর্মনিরপেক্ষ, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান কাউকেই ছাড়ছে না?

এখন সময় হচ্ছে বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে একে অপরকে সহায়তা করা। বিশ্ব আবারো প্রমান করছে, ‘মানবতা ও সেবাই ধর্ম’। ধারণা করি করোনা ভাইরাস যখন শেষ হবে, পৃথিবী আবার চন্ডিদাসকে স্মরণ করে বলবে, ‘সবার উপর মানুষ সত্য--’। একটি আশার বাণী দিয়ে শেষ করবো: এস্ট্রোনমি বাস্তব, যদি সঠিক গণনা করা যায়। এস্ট্রোনমির ওপর ভিত্তি করে বেদিক রিসার্স নামে একটি সংস্থা জানাচ্ছে, ২৬ ডিসেম্বর ২০১৯ ছিলো ‘বলয়গ্রাস সূর্য্যগ্রহণ’, সেদিন করোনা ভাইরাসের শুরু। সাধারণত: এই কুফল তিনমাস পর্যন্ত চলে। ৩১শে মার্চ ২০২০ জুপিটার মকর রাশিতে যাবে, অর্থাৎ করোনার কুফল কমতে শুরু করবে। ১৩ই এপ্রিল সূর্য্য মেষ রাশিতে যাবে, এদিন থেকে আরোগ্য শুরু। ১৯ এপ্রিল-২১জুন বেদিক গ্রীষ্ম শুরু, করোনা দুর্বল হতে থাকবে। ২৩শে সেপ্টেম্বর কেতু থেকে বৃশ্চিক, করোনার সমাপ্তি। স্নাতকে আমার ‘এস্ট্রোনমি’ একটি সাবজেক্ট ছিলো। তখনো বুঝিনি, এখনো কিছু বুঝিনা। তবে এই গণনা সঠিক হলে, ‘স্বাগতম’। পৃথিবীর যে প্রান্ত থেকেই করোনা মুক্তি আসুক, যেভাবেই ঘটুক, সেটাই সু-স্বাগতম। করোনা ভাইরাস নিপাত যাক, মানবতা মুক্তি পাক। # guh...@gmail.com;


On Mon, Mar 23, 2020 at 8:37 PM Post Card <abahar...@gmail.com> wrote:

 রাব্বি হাসান | জাতীয় | তারিখঃ মার্চ ২২, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 86461 বার

বিশ্বজুড়ে করোনা ভাইরাস এর তান্ডবে লন্ডভন্ড শুধু শিক্ষা,জনজীবনই নয় প্রভাব পড়েছে চাহিদা-যোগানের মূল কেন্দ্র “অর্থনীতি” তে।
সাজানো গোছানো সভ্যতা যেনো মুখ ফিরিয়ে নিয়েছে কোন এক অদেখা মরণ নেশার আতঙ্কে।

আজকের এই অনিন্দ্য সুন্দর সভ্যতা,সংস্কৃতিতে সবচেয়ে বেশি অবদান শ্রমজীবী মানুষের তৈলাক্ত ঘামে।সেই তিলেতিলে সভ্যতা তৈরি করার কারিগরদের মুখে যেনো আজ বিষাদে ঠেকে গেছে,কোন এক অজানা বিষাক্ত সাপ ছোবলের অপেক্ষায় বসে আছে,সুযোগ পেলেই যেনো কামড়ে ধরবে,তেমনি বিষাক্ত সাপের মতো ধ্বংসলীলায় মেতে উঠছে করোনা ভাইরাস।

করোনা ভাইরাস আমাদের এই উন্নয়নশীল দেশে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে শ্রমজীবি মানুষের দৈনন্দিন জীবনে।সরকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল ধরনের জনসমাগম বন্ধ করেছে করোনার প্রাদুর্ভাব থেকে দেশের মানুষকে রক্ষা করতে।আমাদের সবার সচেতনতা বৃদ্ধি করতে।
কিন্তু করোনা কে কেন্দ্র করে অস্থিতিশীল হয়ে পড়েছে অর্থনীতি, বাজার। এক শ্রেনির মুনাফালোভী অসুস্থ বাণিজ্য চক্রের ঘটা করা পন্যের মূল্য বৃদ্ধির আয়োজনে শ্রমজীবী মানুষের হয়েছে দূর্ভোগ। করোনা ভাইরাসকে কেন্দ্র করে সাধারণ মানুষ বাজারে,দোকানে উপচে পড়েছে, কথা তাদের একটাই দৈনন্দিন পণ্য যদি পড়ে না পাওয়া যায় তাই আজই গোটা দু-মাসের খাদ্যপণ্য কিনে রেখে দেই।
এমন বোকাসোকা সিদ্ধান্তই বিপাকে ফেলেছে সাধারণ শ্রমজীবী,রিক্সাচালক,গার্মেন্টস কর্মী সহ সমাজের বিভিন্ন স্তরের সাধারণ পেশা জীবী মানুষকে।চাল,ডাল,আলু সহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের মূল্য দিনদিন যেনো বেড়েই চলেছে চাল,ডাল,আলুর দাম কেজি প্রতি ৫-১০টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এমনই উৎসুক পরিবেশ কে পুঁজি করে এক শ্রেনির অসাধু ব্যবসায়ী তৈরি করেছে পণ্যে কৃত্রিম সংকট।মাঝে মাঝেই বাজার থেকে উধাও হয়ে যাচ্ছে অতিপ্রয়োজনীয় পণ্য।উধাও হওয়া পণ্য ও বৃদ্ধি পাওয়া মূল্য ও অসাধু ব্যবসায়ীদের যেনো রীতিমতো শত্রু হয়ে দাড়িয়েছে মোবাইল কোর্ট”।পুরো দেশে গত কয়েকদিনে প্রায় শত অভিযান চালিয়ে মোটাদাগে জরিমানা করেও থামানো যাচ্ছে না এমন অসুস্থ মূল্যবৃদ্ধির প্রতিযোগিতাকে।করোনার চেয়ে দেশে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মই যেনো দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক অবস্থার শিকার এমনই এক শ্রমজীবি রিক্সা চালক”কান্না জড়িত কন্ঠে আক্ষেপে বলে ফেলেছেন আমি করোনায় মরবো না আমি মরবো খিদায়।কারন এখন রাস্তায় মানুষ বের হয় কম সারাদিনে আমি যে টাকা রিক্সা চালিয়ে পাই তা দিয়ে চাল কিনতে পারবো না,পারবো না ডাল কিনতে,পারবো না আমার ছোট মেয়েটার জন্য কিনতে ঔষধ,আমাদের তো করোনা হবে না আমাদের হবে “না খেয়ে থাকার রোগ”।

এমনই জানা অজানা হাজারো শ্রমজীবি মানুষের খাবার কেনার সুযোগ হারিয়ে বেঁচে থাকার সংশয়ে আদরের অসুস্থ পরিবার নিয়ে রাত্রি যাপন হচ্ছে শুধু আমাদের একার গোটা দু মাসের দ্রব্য কিনে ফ্রিজ কিংবা খাটের নিচে জমা করে রাখায়।
অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের লাগাম টেনে ধরতে পারলেই অদেখা করোনার ভাইরাসের ভয়ের মধ্যেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে শ্রমজীবী মানুষ।

 

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/pfc-friends/CA%2B8k4QSToM9vG8hJcy4WGH%2B9QqB648WMqvZ32QszgjO6Y4ycHA%40mail.gmail.com.


--
Sitanggshu Guha

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/pfc-friends/CADfUwfQo8-_iSBrxAbac-mkU3W06OmW31_druBGkCew_tAhZ0Q%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "PFC-Friends" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to pfc-friends...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/pfc-friends/CA%2B8k4QSG8Ne%3DLZGOd-61OGC1LymdWX_S0YHSpycubbM1QzvRzw%40mail.gmail.com.

--
You received this message because you had subscribed to the Google Groups "North America Bangladeshi Community forum". Any posting to this group is solely the opinion of the author of the messages to na...@googlegroups.com who is responsible for the accuracy of his/her information and the conformance of his/her material with applicable copyright and other laws where applicable. The act of posting to the group indicates the subscriber's agreement to accept the adjudications of the moderator(s). To post to this group, send email to na...@googlegroups.com.
---
You received this message because you are subscribed to the Google Groups "North America Bangladeshi Community" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to nabdc+un...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/nabdc/BY5PR10MB3746B8DA0983A2C3BB569380C3F10%40BY5PR10MB3746.namprd10.prod.outlook.com.

Post Card

unread,
Mar 25, 2020, 12:06:20 AM3/25/20
to Abdur Syed, pfc, LA Discussion, RANU CHOWDHURY, Zoglul Husain, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani
Image may contain: 1 person, sitting
Apon Kamal

31 তারিখ অথবা 27তারিখ পর্যন্ত এদের খাবার মজুত আছে তো?
এরা কিন্তু কোন #নেতা মন্ত্রীর ছেলে মেয়ে নয়.....
নিকটতম প্রতিবেশীদের প্রতি অনুরোধ তাদেরকে সহায়তা করুণ।


On Tue, Mar 24, 2020 at 6:22 AM Abdur Syed <ams...@aol.com> wrote:
“বেঁচে থাকলে আনন্দফুর্তি করা যাবে, পার্টি করা যাবে, মন্দির-মসজিদে যাওয়া যাবে। বেঁচে না থাকলে কিছুই করা যাবেনা। তাই, আসুন আগে বাঁচি, অন্যকে বাঁচতে সাহায্য করি। করোনা ভাইরাস এই সময়ে পুরো বিশ্বকে একত্রিত করেছে। ঐক্যবদ্ধভাবে এই ভাইরাসকে পরাজিত করতে হবে।”

ছাগলের বাচ্চা!! বদ্ধ ঘরে থেকেও তুমি কোনো ভাইরাস থেকে বাঁচতে পারবে না যদি তুমি সুস্হ থেকেও বিধাতার হুকুম না মানো। কাজেই মেসেজ এসে গেছে তারা সাবধানতার সাথে স্বাভাবিক জীবন যাপন করবে, অসুস্হ লোক চিকিৎসক এর পরামর্শ মত সুস্হ লোকের থেকে সম্পুর্ণ নিরাপদ দুরত্বে থাকবে, সুস্হ লোকেরা বেশিকরে ইবাদত বন্দেগি করবে। দুনিয়াতে এমন কোন রোগ নাই যার প্রতিকার নাই, নিয়ম মেনে চলাটাও এক ধরনের প্রতিকার।  যারা সৃষ্টি কর্তাকে চিনেনা তারা মেঘ দেখলেও ভয় পাই।

সবাই সাবধানতা অবলম্বন করে চলুন আর সৃষ্টি কর্তাকে সরণ করুন। সৃষ্টি কর্তার করুণা ছাড়া পৃথীবিতে কেও বাঁচতে পারে না, কর্তার খাজনা কর্তাকে দিন আর সুস্হ থাকুন।

Razzak A. Syed


Sent from my iPhone

Post Card

unread,
Mar 25, 2020, 12:09:13 AM3/25/20
to Abdur Syed, pfc, LA Discussion, RANU CHOWDHURY, Zoglul Husain, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani
image.png

ভাইরাস নয়, গরিবের চিন্তা ‘খামু কী’

  কামাল হোসেন তালুকদার, জ্যেষ্ঠ প্রতিবেদক  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published: 22 Mar 2020 06:05 PM BdST Updated: 22 Mar 2020 06:16 PM BdST

Post Card

unread,
Mar 25, 2020, 12:11:54 AM3/25/20
to Abdur Syed, pfc, LA Discussion, RANU CHOWDHURY, Zoglul Husain, zainul abedin, Dr. KMA Malik, Mohammad Gani

মুক্তমতHits: 4511

 

বেগম খালেদা জিয়ার ইস্যুটা এতদিন সরকারের গলায় কাঁটার মত বিদ্ধ হয়েছিল। না পেরেছে গিলতে। না পেরেছে ফেলতে। খালেদা জিয়ার মুক্তি মানেই ছিল গণঅভ্যুত্থানের আশংকা। উপমহাদেশে এইরকম জননেতারা যখনই কারামুক্ত হয়েছেন, আর তখনই প্রচন্ড গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন হয়েছে। এটা ছিল প্রথম বিষয়।

আরো পড়ুন

দ্বিতীয় বিষয়টি ছিল দুই নেত্রীর ইগো সমস্যা। শেখ হাসিনার কথা ছিল, ’তোমরা পারলে তোমাদের নেত্রীকে রাস্তায় আন্দোলন করে মুক্ত করো।’ অন্যদিকে বিএনপির আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করার কোন শক্তি সামর্থ ছিল না, এটাই সত্য। তাই শেখ হাসিনা চেয়েছিলেন, কোনভাবেই জামিন নয়। নাকে খত দিয়ে প্যারোলে মুক্তি নিলে তবেই মুক্তি সম্ভব। কিন্তু বিএনপির রাজনীতির সবচাইতে বড় শক্তিই হচ্ছে খালেদা জিয়ার আপোষহীন ইমেজ। তাই খালেদা জিয়ার দল, নেতারা, এমপিরা, এমনকি উনার পরিবারকে পর্যন্ত প্যারোলে মুক্তির বিষয়ে রাজি করাতে পারলেও, স্বয়ং খালেদা জিয়াকে সরকার কোনভাবেই ম্যানেজ করতে পারেনি। আর শেষ পর্যন্ত আপোষহীনই রয়ে গেলেন বেগম খালেদা জিয়া।

করোনা মহামারীতে সবকিছু এখন লক-ডাউন। সমাবেশ শুধু নিষিদ্ধ নয়। বরং জীবন বাঁচাতে মানুষ নিজেই ঘরের বাইরে বেরুবে না। সাথে সারাদেশে সেনাবাহিনী নামানো হয়েছে। এই সময় গণঅভ্যুত্থান তো দূরের কথা, সবাই ইয়া নফসি। সরকারের গলার কাঁটা ফেলার এরচেয়ে মোক্ষম সুযোগ বোধহয় এই শতাব্দিতে আর নাও আসতে পারে। তাই (১) নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে। (২) শেখ হাসিনার ইচ্ছায় মুক্তি দেয়া হচ্ছে। (৩) ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় মুক্তি দেয়া হচ্ছে। (৪) মানবিক কারনে মুক্তি দেয়া হচ্ছে। (৫) বয়স বিবেচনায় মুক্তি দেয়া হচ্ছে। তার মানে, এতদিন কি খালেদা জিয়ার বিবেচনার মত বয়স ছিল না? এতদিন কি ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা ছিল না? এতদিন সরকার বলেছে, খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয়। তাহলে আজ কিভাবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেয়া সম্ভব হচ্ছে? আজকে বলা হচ্ছে, মানবিক কারনে মুক্তি দেয়া হচ্ছে। তাহলে, এতদিন কি শেখ হাসিনা মানবিক বিবেচনার মত মানবিক ছিলেন না?


আসলে বলতে লজ্জা হলেও এটাই সত্য যে, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমান হয়ে গেলো - আইন তার নিজস্ব গতিতে চললেও, স্টেয়ারিংটা কিন্তু শেখ হাসিনার হাতেই। যাক, সরকার অবশেষে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। এটাও শেখ হাসিনার রাজনৈতিক কূটমেধার পরিচয়। তবুও আমরা দেশবাসীর জন্য এটা আনন্দের, স্বস্তির। খালেদা জিয়াকে যখন জেলে নেয়া হচ্ছিল, তখনও তিনি বলছিলেন- কেউ যেন হাঙ্গামা বা আন্দোলন না করে। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ’গান্ধিবাদী রাজনীতিকে’ খোদ বিএনপির লোকেরাই গালমন্দ করেছে। কিন্তু দিনশেষে খালেদা জিয়ার সেই অহিংস আহবান এবং মীর্জা ফখরুলদের গান্ধিবাদী রাজনীতিরই জয় হয়েছে। আমরা দেশের জনগণও বিরোধী দলের জ্বালাও পোড়াও রাজনীতির বিপক্ষে। অন্যদিকে গুম-খুন, মামলা-হামলা-জেল-জুলুমের স্বৈরাচারী শাসনেরও বিরুদ্ধে। আজকে এই চরমতম মহামারীর সময় আমাদের হিংসার রাজনীতির অবসানে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। করোনা মহামারী আক্রান্ত বিশ্বের দেশগুলো দাগী আসামি ছাড়া অসংখ্য কয়েদীকে মুক্তি দিতে বাধ্য হচ্ছে ভাইরাস সংক্রামনের ভয়ে। আর আমাদের হাজার হাজার নিরপরাধ রাজনৈতিক নেতা-কর্মীরা দীর্ঘদিন কারাগারে অমানবিক জীবন কাটাতে বাধ্য হচ্ছে। এদের অবিলম্বে মুক্তি দেয়া হোক। সমস্ত মিথ্যা রাজনৈতিক মামলা ’নির্বাহী আদেশে’ প্রত্যাহার করা হোক। তবেই, খালেদা জিয়ার মুক্তি স্বার্থক হবে।
   

rashed Anam

unread,
Mar 25, 2020, 12:48:05 PM3/25/20
to pfc, ban...@googlegroups.com, Farida Majid, mukto...@yahoogroups.com, noorbu...@hotmail.com, na...@googlegroups.com, Zoglul Husain, Sameer Syed, zainul abedin, Dr. KMA Malik, bisne-boston, LA Discussion, banglades...@yahoogroups.com, Bangla Vision, bangladesh...@googlegroups.com, american bangladeshi, RANU CHOWDHURY, letter Daily Star, abh...@comcast.net, Tareque Ahmed, Alochona Groups, alapon, aab...@yahoogroups.com, Post Card, bangladesh-progressives, Bazlul Wahab, Bijoy Daas, Mina Farah, quamrul....@gmail.com, chaudhu...@gmail.com, quaz...@yahoo.com, Mohammad Gani, Jalal Khan, rezaulk...@gmail.com, Javed Helali, shahadat...@hotmail.com, Syed Margoob, Zahirul Bhuiyan, Bangla Press, Sabria Chowdhury Balland, Tamanna Karim

"
জনগণ এই গণবিরোধী স্বৈরাচারীকে মেনে নেয়ার পরিণীতি পাচ্ছে এবার !!   রাস্তা ঘাটে কুত্তার মতো মরছে, কোরোনাতে !  

যেখানে ৫-৬ কোটি টেস্ট কীট দরকার ছিল সেখানে দুর্নীতিবাজদের দাপটে  নামমাত্র ২০০০ কীট দিয়ে জাতির সাথে মশকরা করেছে আর জয় বাংলা স্লোগান দিয়েছে !

 বাংলাদেশ নাকি উন্নয়নের জোয়ারে সিংগাপুর  ! তাই  টেস্ট করার একটাই মাত্র জায়গা -  আইইসিডিয়ার - করণাতে আক্রান্তরা দিনের পর দিন হাজারটা ফোন করেও তাদের টিকি পাওয়া যায় না , টেস্ট তো আরো দূরের কথা ! ফোনেই বলে দেয় করোনা না -টেস্ট লাগবে না ! মরার আগে জানতেও পারছে না কিসে মরছে !
   
মুজিবের স্বপ্নের সোনার বাকশাল -২ বাংলাতে  মানুষ এখন হসপিটালেই  ঢুকতে পারে না !  কুত্তার মতো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ধারণা দিতে দিতে  দিয়ে হাল ছেড়ে  বাসাতেই  মরেই যাচ্ছে!  

 জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে  মিরজাদি-হারামজাদিরা, কাদের-হাসান মাহমুদ-শেখ সেলিম-নাসিম-হানিফ-তোফায়েল-তাপস-নানক এরা জনগণকে আমের ছালা ধৰিয়ে বোগল বাজাচ্ছে !!


যেই দেশে দুর্নীতিবাজ কোটিপতি  সংসদদের জনপ্রতি  ৯৩ লাখ টাকা  গাড়ি কেনার টাকা দেয় ,
যেখানে ওবায়দুল কাদেররা হাতে নতুন নতুন মডেলের ৫০ লাখ টাকার রোলেক্স ঘড়ি পড়তে পারে ,
যেই দেশে মিরজাদি-শাহ্জাদীরা ২২ দিনে ২২টা শাড়ি পরে জাতির সামনে  মিথ্যার বুলি আওড়াতে আসে ,  
দেশে যেই চোখের ছানি কাটে বিনা পয়সায়  হয় সেই চোখের ছানি কাটতে পোন্দানমন্ত্রী যদি লন্ডনে সাঙ্গপাঙ্গ নিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারে ,
যেখানে প্রেসিডেন্ট সামান্য রুটিন স্বাস্থ চেকাপ করতে কথায় কথায় সিংগাপুরে কোটি কোটি টাকা খরচ করতে পারে ,
যেখানে মন্ত্রীরা তাদের চিকিৎসার জন্য জনগণের টাকাতে সিঙ্গাপুর থেকে এয়ার এম্বুলেন্স আনতে পারে ,
যেখানে মন্ত্রীরা মিলিয়ন ডলার মাস ব্যাপী মাউন্ট এলিজাবেথ হসপিটালে  থাকতে পারে ,
যেখানে আর্মি অফিসার , সরকারি আমলা এদের কারীকারী কোটি কোটি টাকার ফ্রি জমি , বাড়ি , গাড়ি ,  বোনাস , দ্বিগুন তিনগুন বেতন বৃদ্ধি করতে পারে ,
যেখানে আওয়ামী প্রথম , দ্বিতীয় , তৃতীয় থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর সম্রাট , জি কে শামীম , পাপিয়ারা হাজর কোটি টাকার ক্যাশই রাখে,
যেখানে আওয়ামী জি কে শামীম , পাপিয়ারা  হোটেলের বিলই দেযা লক্ষ লক্ষ টাকা ! প্রতিদিনের মদের বিলই  আসে  কয়েক লক্ষ ,
যেখানে সজীব  ওয়াজেদ জয় ভিওআইপি বেবসা সহ কমিশন বাণিজ্যে আমেরিকাতে ৮/৯টা বাড়ি কিনতে পারে, এবিবিআই পায় $৩০০ মিলিয়ন ডলার সেই ২০১২ তেই ,


যেই দেশে দুর্নীতির চোটে  রাস্তা বানানোর খরচ বিশ্বের সর্বোচ্চ ,
যেই দেশ দুর্নীতির চোটে অর্থপাচারের ও অতিধনি  বৃদ্ধি তালিকার শীর্ষে
যেই দেশ নাক সিংগাপুরে হয়ে গেছে উন্নয়নের জোয়ারে ,
যেখানে মুজিববর্ষের নামে ভারত থেকে কোটি কোটি খরচ করে ৭ টন আতশবাজি আনতে পারে ,

সেই দেশে জনগেনৰ  ভাইরাস টেস্ট করার সামান্য $১০ দামের টেস্ট কীট নাই  ?  
সেই দেশে ডাক্তারদের প্রটেকশন সরঞ্জাম নাই  ?  
সেই দেশে জনগণ কোনো হাসপাতালেই যেতে পারে না চিকিৎসার জন্য ? কোনো আইসিঊ নাই ?
সেই দেশে বাপকে কুত্তার মতো এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল থেকেই টানাটানি চিকিৎসার জন্য ?
সেই দেশে  মানুষ কুত্তার মতো মরে ?
সেই দেশে শ্রমিকদের এখনো দাসের মতো কাজ করেই যেতে হয় করণের ঝুঁকি নিয়ে ?
সেই দেশে শ্রমিকদের ও কর্মীদের কোনো বেকার ভাতা নাই? ইচ্ছামতো কোটিপতি মালিকের আদেশে ছাটাই ? সরকারের ও কোম্পানির দায় নাই ?


এই অপশিক্তিকে লাথি দিয়ে বেৰ করে কবর দেয়াই একমাত্র মুক্তির উপায় ! সেটা জন্যগণকেই করতে হবে ! অথবা এই রকম কুত্তার মতো মরতে হবে !
"
-RA

RANU CHOWDHURY

unread,
Mar 25, 2020, 6:30:25 PM3/25/20
to Farida Majid, pfc, mukto...@yahoogroups.com, noorbu...@hotmail.com, na...@googlegroups.com, Zoglul Husain, Sameer Syed, zainul abedin, Dr. KMA Malik, letter Daily Star, abh...@comcast.net, Tareque Ahmed, Alochona Groups, alapon, aab...@yahoogroups.com, Post Card, Bazlul Wahab, Bijoy Daas, Mina Farah, quamrul....@gmail.com, chaudhu...@gmail.com, quaz...@yahoo.com, Mohammad Gani, Jalal Khan, rezaulk...@gmail.com, Javed Helali, shahadat...@hotmail.com, Syed Margoob, Zahirul Bhuiyan, Bangla Press, Sabria Chowdhury Balland, Tamanna Karim
What this lady is talkinga about? Has she taken the dose a little too much?


From: Farida Majid <farida...@hotmail.com>
Sent: Wednesday, March 25, 2020 9:11 PM
To: pfc <pfc-f...@googlegroups.com>
Cc: mukto...@yahoogroups.com <mukto...@yahoogroups.com>; noorbu...@hotmail.com <noorbu...@hotmail.com>; na...@googlegroups.com <na...@googlegroups.com>; Zoglul Husain <zog...@hotmail.co.uk>; Sameer Syed <ams...@aol.com>; zainul abedin <zain...@yahoo.com>; Dr. KMA Malik <kmama...@gmail.com>; RANU CHOWDHURY <ran...@hotmail.com>; letter Daily Star <edi...@thedailystar.net>; abh...@comcast.net <abh...@comcast.net>; Tareque Ahmed <tare...@gmail.com>; Alochona Groups <aloc...@yahoogroups.com>; alapon <ala...@yahoogroups.com>; aab...@yahoogroups.com <aab...@yahoogroups.com>; Post Card <abahar...@gmail.com>; Bazlul Wahab <baz...@yahoo.com>; Bijoy Daas <bijoyd...@gmail.com>; Mina Farah <fara...@gmail.com>; quamrul....@gmail.com <quamrul....@gmail.com>; chaudhu...@gmail.com <chaudhu...@gmail.com>; quaz...@yahoo.com <quaz...@yahoo.com>; Mohammad Gani <mga...@gmail.com>; Jalal Khan <juk...@gmail.com>; rezaulk...@gmail.com <rezaulk...@gmail.com>; Javed Helali <jhela...@yahoo.com>; shahadat...@hotmail.com <shahadat...@hotmail.com>; Syed Margoob <smar...@yahoo.com>; Zahirul Bhuiyan <muku...@gmail.com>; Bangla Press <bangl...@gmail.com>; Sabria Chowdhury Balland <sabriac...@gmail.com>; Tamanna Karim <tamann...@gmail.com>

Subject: Re: {PFC-Friends} সরকার বললো একা বা আলাদা থাকুন---
 
 
 From পরবাসে থাকা BNP- Zindabadwallah খ্যাঁকশেয়াল << যেই দেশে মিরজাদি-শাহ্জাদীরা ২২ দিনে ২২টা শাড়ি পরে জাতির সামনে মিথ্যার বুলি আওড়াতে আসে , >>

Sadhana Ahmed


 · 
ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত...ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত...
ডাঃ মীরডাঃ মীডাঃডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত... মীরজাদি সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত...রজাদিডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত... সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত...জাদি সেব্রিনা ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত...ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত...ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরার নাকি ত্রিশ-খান শাড়ি আছে, এ নিয়ে অনেকের ঘুম নেই। আমার আছে তিনশ-খান, এতে কারোর কোনো সমস্যা থাকলে কিছু করার নাই... দুঃখিত...


From: pfc-f...@googlegroups.com <pfc-f...@googlegroups.com> on behalf of rashed Anam <rasheda...@gmail.com>
Sent: Wednesday, March 25, 2020 10:47 PM
To: pfc <pfc-f...@googlegroups.com>; ban...@googlegroups.com <ban...@googlegroups.com>
Cc: Farida Majid <farida...@hotmail.com>; mukto...@yahoogroups.com <mukto...@yahoogroups.com>; noorbu...@hotmail.com <noorbu...@hotmail.com>; na...@googlegroups.com <na...@googlegroups.com>; Zoglul Husain <zog...@hotmail.co.uk>; Sameer Syed <ams...@aol.com>; zainul abedin <zain...@yahoo.com>; Dr. KMA Malik <kmama...@gmail.com>; bisne-boston <bisne-...@googlegroups.com>; LA Discussion <la-dis...@googlegroups.com>; Banglades...@yahoogroups.com <banglades...@yahoogroups.com>; Bangla Vision <bangla...@yahoogroups.com>; bangladesh...@googlegroups.com <bangladesh...@googlegroups.com>; american bangladeshi <americanb...@googlegroups.com>; RANU CHOWDHURY <ran...@hotmail.com>; letter Daily Star <edi...@thedailystar.net>; abh...@comcast.net <abh...@comcast.net>; Tareque Ahmed <tare...@gmail.com>; Alochona Groups <aloc...@yahoogroups.com>; alapon <ala...@yahoogroups.com>; aab...@yahoogroups.com <aab...@yahoogroups.com>; Post Card <abahar...@gmail.com>; bangladesh-progressives <bangladesh-...@googlegroups.com>; Bazlul Wahab <baz...@yahoo.com>; Bijoy Daas <bijoyd...@gmail.com>; Mina Farah <fara...@gmail.com>; quamrul....@gmail.com <quamrul....@gmail.com>; chaudhu...@gmail.com <chaudhu...@gmail.com>; quaz...@yahoo.com <quaz...@yahoo.com>; Mohammad Gani <mga...@gmail.com>; Jalal Khan <juk...@gmail.com>; rezaulk...@gmail.com <rezaulk...@gmail.com>; Javed Helali <jhela...@yahoo.com>; shahadat...@hotmail.com <shahadat...@hotmail.com>; Syed Margoob <smar...@yahoo.com>; Zahirul Bhuiyan <muku...@gmail.com>; Bangla Press <bangl...@gmail.com>; Sabria Chowdhury Balland <sabriac...@gmail.com>; Tamanna Karim <tamann...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages