আল-কুরআন প্রতিদিন Al-Quran Protidin

Contact owners and managers
1–30 of 535

www.aqpbd.com

ভিজিট করুন এই গ্রুপের ওয়েবসাইটঃ www.aqpbd.com

সুপ্রিয় পাঠক,

আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাদের জীবনের অনেকগুলো বছর পার করিয়েছেন। আলহামদুলিল্লাহ!

প্রিয় বন্ধু, এভাবেই একের পর এক আমাদের কাছ থেকে একেকটি ব্যস্ত থেকে ব্যস্ততম বছর চলে গেছে এবং চলে যেতে থাকবে। আর একই ভাবে আমরা অচিরেই আমাদের প্রিয় তথাকথিত বিশাল জীবনকালের একেবারে শেষ বিন্দুতে পৌঁছে যাবো। প্রচন্ড অনিচ্ছা আর অনীহা সত্যেও অনিবার্যভাবে ছেড়ে যেতে হবে আমাদের এই মোহময় স্বপ্নমাখা পৃথিবী। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাদের জীবনের খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পেরেছি?

প্রিয় সুজন, আমাদের সেই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি হলো, আমাদের প্রতিপালক মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের জীবন-বিধান মহাগ্রন্থ আল-কুরআনের বিষয়বস্তু সম্পর্কে জানা, তা পাঠ করা এবং মেনে চলা। এ লক্ষ্যে বেশী বেশী কুরআন তিলাওয়াতের পাশাপাশি জীবনে অন্ততঃ একবার আমাদের মায়ের ভাষায় তথা বাংলায় অধ্যয়ন করে তার সাদা-মাটা সারমর্ম সহজভাবে বুঝার চেষ্টা করা অপরিহার্য। তাই হিজরী ১৪৩০-এর ১ মহররম (৩০ ডিসেম্বর ২০০৮) থেকে আমরা পবিত্র কুরআনকে সহজ সাবলীল বাংলায় জানার একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি।

প্রতিদিন সকালে আপনার ইন-বক্সে পৌঁছে যাবে বাংলা ও ইংরেজী মর্মার্থসহ আল-কুরআনের পবিত্র আয়াতসমূহ। আয়াতের সংখ্যা, বিষয় ও কলেবর অনুযায়ী তা এক বা একাধিক হতে পারে। তবে তা অবশ্যই সংক্ষিপ্ত ও স্বস্তিদায়ক হবে ইন্‌শাল্লাহ।

বঙ্গানুবাদ ও মর্মার্থের ক্ষেত্রে বিশ্বনন্দিত ও সুখ্যাত তাফসীরসমূহের অনুকরণ করা হবে। অনুসরণীয় তাফসীরসমূহ হচ্ছে তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসীর, তাফহীমুল কুরআন, মারেফুল কুরআন, ফী যিলালিল কুরআন, The Noble Quran, The Glorious Quran, ইত্যাদি।

তো, চলুন আমাদের প্রতিটি দিন শুরু হোক আল-কুরআনের পবিত্র ও বরকতময় বাণী দিয়ে।

আসুন, আমরা জানি মানার জন্যে, কথা দেই রাখার জন্যে, মানুষকে ভালবাসি মহান আল্লাহর জন্যে আর জীবনকে গড়ে তুলি শুধু তাঁরই সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায়। আপনার প্রিয়জনদের কাছেও এটি মেইল করে দিতে পারেন অথবা মেম্বার হবার আহবান জানাতে পারেন।

An effort to understand tafsir (interpretation & simple explanation) of Holy Quran in Bangla by daily e-mail.