অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আ’ব্দুল্লহ ইবনে রওয়াহা
রদিয়াল্লহু আ’নহু তাঁহার সঙ্গীকে বলিলেন, আস আমরা কিছু সময় ঈমান আনয়ন
করি। সে বলিল, আমরা কি মুমিন নহি? তিনি বলিলেন, নিশ্চয়ই। বরং আমরা আল্লহ
তায়া’লার কথা আলোচনা করিব। ইহাতে আমাদের ঈমান বৃদ্ধি পাইবে। (বাইহাকী)
হযরত আবু দারদা রদিয়াল্লহু আ’নহু বলেন, হযরত আ’ব্দুল্লহ ইবনে রওয়াহা
রদিয়াল্লহু আ’নহু আমার হাত ধরিয়া বলিতেন, আস আমরা কিছু সময় ঈমান আনয়ন
করি। কারণ অন্তর ফুটন্ত পাতিল অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল।
হযরত আবু দারদা রদিয়াল্লহু আ’নহু হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে
যে, হযরত আ’ব্দুল্লহ ইবনে রওয়াহা রদিয়াল্লহু আ’নহু আমাকে বলিলেব, হে
উআইমের, বস, আমরা কিছু সময় ঈমানের আলোচনা করি। আমরা বসিয়া আলোচনা করিলাম।
তারপর বলিলেন, ইহাই ঈমানের মাজলিস। ঈমানের উদাহরণ তোমার কোর্তার ন্যায়,
এখন খুলিয়া ফেলিলে আবার পরিধান করিলে। এখন পরিধান করিলে আবার খুলিয়া
ফেলিলে। অন্তর ফুটন্ত পাতিল অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল। (কান্য)
হযরত আবুযার রদিয়াল্লহু আ’নহু বলেন, হযরত উ’মার রদিয়াল্লহু আ’নহু তাঁহার
সঙ্গীদের মধ্য হইতে দুই এক জনের হাত ধরিয়া বলিতেন, চল, ঈমান বর্ধন করি।
অতঃপর তাঁহারা আল্লহ তায়া’লার কথা আলোচনা করিতেন। (কান্য)
আসওয়াদ ইবনে হেলাল রহমাতুল্লহ আ’লাইহি বলেন, আমরা হযরত মুআয রদিয়াল্লহু
আ’নহু এর সহিত হাঁটিতে ছিলাম। তিনি বলিলেন, বস, আমরা কিছু সময় ঈমান আনয়ন
করি। (আবু নুআঈম)
হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ২৮০-২৮১