ঈমানের মাজলিস

17 views
Skip to first unread message

আবুল হিকমাহ্

unread,
May 8, 2011, 5:12:47 PM5/8/11
to আর-রাহবার
হযরত আনাস ইবনে মালেক রদিয়াল্লহু আ’নহু বলেন, হযরত আ’ব্দুল্লহ ইবনে
রওয়াহা রদিয়াল্লহু আ’নহু কোন সাহাবীর সহিত দেখা হইলে বলিতেন, আস, কিছু
সময় আমরা আমাদের রবের প্রতি ঈমান তাজা করি। একদিন তিনি একব্যক্তিকে এইরূপ
কথা বলিলে সে রাগান্বিত হইয়া রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের
নিকট আসিয়া বলিল, ইয়া রসুলুল্লহ! আ’ব্দুল্লহ ইবনে রওয়াহা (রদিয়াল্লহু
আ’নহু) এর কথা শুনিয়াছেন কি? তিনি আপনার প্রতি ঈমানের পরিবর্তে কিছু
সময়ের প্রতি ঈমানের কথা বলিতেছেন।। রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া
সাল্লাম বলিলেন, আল্লহ তায়া’লা, ইবনে রওয়াহার উপর রহমত বর্ষণ করুন, সে
এমন মাজলিস পছন্দ করিতেছে, যাহার উপর ফেরেশতাগণ গর্ববোধ করেন। (আহমাদ)

অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত আ’ব্দুল্লহ ইবনে রওয়াহা
রদিয়াল্লহু আ’নহু তাঁহার সঙ্গীকে বলিলেন, আস আমরা কিছু সময় ঈমান আনয়ন
করি। সে বলিল, আমরা কি মুমিন নহি? তিনি বলিলেন, নিশ্চয়ই। বরং আমরা আল্লহ
তায়া’লার কথা আলোচনা করিব। ইহাতে আমাদের ঈমান বৃদ্ধি পাইবে। (বাইহাকী)

হযরত আবু দারদা রদিয়াল্লহু আ’নহু বলেন, হযরত আ’ব্দুল্লহ ইবনে রওয়াহা
রদিয়াল্লহু আ’নহু আমার হাত ধরিয়া বলিতেন, আস আমরা কিছু সময় ঈমান আনয়ন
করি। কারণ অন্তর ফুটন্ত পাতিল অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল।

হযরত আবু দারদা রদিয়াল্লহু আ’নহু হইতে অপর এক রেওয়ায়াতে বর্ণিত হইয়াছে
যে, হযরত আ’ব্দুল্লহ ইবনে রওয়াহা রদিয়াল্লহু আ’নহু আমাকে বলিলেব, হে
উআইমের, বস, আমরা কিছু সময় ঈমানের আলোচনা করি। আমরা বসিয়া আলোচনা করিলাম।
তারপর বলিলেন, ইহাই ঈমানের মাজলিস। ঈমানের উদাহরণ তোমার কোর্তার ন্যায়,
এখন খুলিয়া ফেলিলে আবার পরিধান করিলে। এখন পরিধান করিলে আবার খুলিয়া
ফেলিলে। অন্তর ফুটন্ত পাতিল অপেক্ষা দ্রুত পরিবর্তনশীল। (কান্‌য)

হযরত আবুযার রদিয়াল্লহু আ’নহু বলেন, হযরত উ’মার রদিয়াল্লহু আ’নহু তাঁহার
সঙ্গীদের মধ্য হইতে দুই এক জনের হাত ধরিয়া বলিতেন, চল, ঈমান বর্ধন করি।
অতঃপর তাঁহারা আল্লহ তায়া’লার কথা আলোচনা করিতেন। (কান্‌য)

আসওয়াদ ইবনে হেলাল রহমাতুল্লহ আ’লাইহি বলেন, আমরা হযরত মুআয রদিয়াল্লহু
আ’নহু এর সহিত হাঁটিতে ছিলাম। তিনি বলিলেন, বস, আমরা কিছু সময় ঈমান আনয়ন
করি। (আবু নুআঈম)

হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ২৮০-২৮১

Reply all
Reply to author
Forward
0 new messages